Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

তেন্ডুলকর পরিবারে বিয়ের সানাই, সাতপাকে বাঁধছেন অর্জুন-সানিয়া

 

Son-of-Sachin

সমকালীন প্রতিবেদন : গত অগস্টে বান্ধবী সানিয়া চন্দোকের সঙ্গে চুপিসারে বাগ্‌দান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। এ বার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। দুই পরিবারের সম্মতিতে চূড়ান্ত হয়ে গিয়েছে বিয়ের দিনক্ষণ। আইপিএল শুরুর আগেই সাতপাকে বাঁধতে চলেছেন অর্জুন ও সানিয়া।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ মার্চ ২০২৬ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চন্দোক। তার আগেই, ৩ মার্চ থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সব অনুষ্ঠানই হবে মুম্বইয়ে, ঘরোয়া পরিবেশে। পরিবার, ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং ক্রিকেট জগতের হাতেগোনা কয়েকজন পরিচিত মুখ– এই নিয়েই সীমিত আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। কোনও জাঁকজমক বা বড় অতিথি তালিকা থাকছে না।

গত বছরের অগস্টে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে ছোট্ট একটি অনুষ্ঠানে বাগ্‌দান সারেন অর্জুন ও সানিয়া। সেই সময় বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। পরে একটি রেডিট সেশনে স্বয়ং শচিন তেন্ডুলকরই ছেলের বাগ্‌দানের কথা নিশ্চিত করেন। তাঁর সেই ঘোষণার পর থেকেই অর্জুন-সানিয়ার বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে জানা গেল, আইপিএলের আগে শুভকাজ সেরে ফেলতেই চান গোয়ার এই অলরাউন্ডার।

সানিয়া চন্দোক মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম সুপরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারির মালিক এই পরিবার। যদিও সানিয়া নিজে এই ব্যবসার সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি।

ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের প্রস্তুতি অর্জুনের। সদ্য আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন তিনি। তবে আসন্ন মরশুমে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাবেন কি না, তা এখনও প্রশ্নের মুখে। বাঁ-হাতি পেসার হিসাবে কেরিয়ার শুরু করা অর্জুন ২০২০ সালে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন। 

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন তিনি। পরে নিজের পরিচিতি গড়তে মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলতে শুরু করেন। বিজয় হাজারে ট্রফিতে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন, বল হাতেও সেভাবে সাফল্য পাননি। তবু লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে নতুন মরশুমে নিজেকে প্রমাণ করার সুযোগের অপেক্ষায় শচিন-পুত্র।

সব মিলিয়ে, আইপিএলের আগে ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছেন অর্জুন তেন্ডুলকর। তেন্ডুলকর পরিবারে এখন বিয়ের আনন্দ, আর ক্রিকেটপ্রেমীদের নজর তাঁর আগামী মরশুমের পারফরম্যান্সের দিকেই।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন