Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নতুন চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ

 

Rishabh-Pant

সমকালীন প্রতিবেদন : ঋষভ পন্থের কেরিয়ার যেন বারবারই দুর্ভাগ্যের মুখোমুখি হচ্ছে। ওয়ানডে ক্রিকেটে তাঁর জায়গা নিয়ে এমনিতেই প্রশ্ন উঠছিল। দীর্ঘদিন দলে থাকলেও প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ার আক্ষেপ ছিল। তার উপর এবার বড় ধাক্কা হয়ে এল চোট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। 

পন্থের পরিবর্তে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেলকে। শনিবার সন্ধ্যায় অনুশীলনের সময়ই অঘটন ঘটে। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের আগে নেট সেশনে থ্রোডাউন বিশেষজ্ঞের সঙ্গে ব্যাটিং অনুশীলন করছিলেন পন্থ। 

সেই সময় একটি বল হঠাৎ লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে, পাঁজরের কাছে সজোরে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। হেড কোচ গৌতম গম্ভীর-সহ সাপোর্ট স্টাফ দ্রুত তাঁর কাছে ছুটে যান এবং প্রাথমিক শুশ্রূষা শুরু হয়। কিছুক্ষণ পর পন্থ উঠে দাঁড়িয়ে মাঠ ছাড়লেও, তখনই আশঙ্কা তৈরি হয়েছিল চোট গুরুতর হতে পারে।

রাতের দিকেই মেডিক্যাল পরীক্ষার পর বোর্ডের তরফে জানানো হয়, পন্থ সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন। এমআরআই স্ক্যানের রিপোর্টে ধরা পড়ে তাঁর পেশি ছিঁড়েছে। চিকিৎসকদের মতে, এই চোট সারাতে সময় লাগবে। সেই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো ওয়ানডে সিরিজে তাঁর খেলা সম্ভব নয়। ফলে বাধ্য হয়েই তাঁকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্বাচকরা।

এই পরিস্থিতিতে দ্রুত বিকল্প বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। পন্থের পরিবর্ত হিসেবে ধ্রুব জুরেলকে দলে ডাকা হয়। চলতি বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই তরুণ উইকেটকিপার-ব্যাটার। সাত ম্যাচে ৫৫৮ রান করেছেন তিনি, গড় ৯০-এরও বেশি। রয়েছে দু’টি শতরান ও চারটি অর্ধশতরান। শুধু ব্যাটিং নয়, অধিনায়ক হিসেবেও তিনি সফল। তাঁর নেতৃত্বেই উত্তরপ্রদেশ এলিট গ্রুপ ‘বি’-র শীর্ষে উঠে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

এর আগেও জাতীয় দলে সুযোগ পেয়েছেন জুরেল, তবে এবার তিনি দলে ঢুকলেন দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে। প্রথম একাদশে তাঁর খেলার সম্ভাবনা আপাতত কম, কারণ কেএল রাহুলই থাকছেন প্রথম পছন্দ। তবে রাহুল বিশ্রামে গেলে বা চোট পেলে সুযোগ আসতে পারে জুরেলের সামনে।

পন্থের ক্ষেত্রে অবশ্য চোট নতুন নয়। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে ভাঙা পা নিয়েও ব্যাটিং করেছিলেন তিনি। তার আগে ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন। সেই সবকিছু কাটিয়ে ফেরার পর আবার চোট– যা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে বড় ধাক্কা। এখন নজর থাকবে, এই সুযোগে ধ্রুব জুরেল আন্তর্জাতিক মঞ্চে কতটা নিজের ছাপ ফেলতে পারেন।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন