Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

লোকাল ট্রেনের টিকিট কাটায় আসছে বড় পরিবর্তন, ভরসা নতুন RailOne অ্যাপ

 

New-app-of-rail

সমকালীন প্রতিবেদন : সময়ের সঙ্গে সঙ্গে দৈনন্দিন যাতায়াতে প্রযুক্তির উপর নির্ভরতা বেড়েছে চোখে পড়ার মতো। লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার প্রবণতা অনেকটাই কমেছে। তার বদলে নিত্যযাত্রীদের ভরসা হয়ে উঠেছিল রেলের UTS অ্যাপ। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, সময় বাঁচে, টিকিট হারানোর ভয়ও থাকে না‌– এই সব সুবিধার কারণেই জনপ্রিয়তা পেয়েছিল এই অ্যাপ। কিন্তু UTS ব্যবহারকারীদের জন্য রেলের পক্ষ থেকে সম্প্রতি সামনে এসেছে এক নতুন বার্তা।

দীর্ঘদিন ধরে লোকাল ট্রেনযাত্রীদের নির্ভরযোগ্য সঙ্গী ছিল UTS। স্টেশন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক ক্লিকেই কাটা যেত টিকিট। পেপারলেস ও পেপার– দু’ধরনের বিকল্পই ছিল এই অ্যাপে। পেপারলেস টিকিট অ্যাপেই দেখানো হতো, আর পেপার অপশন বেছে নিলে স্টেশনের ভেন্ডিং মেশিন থেকে হার্ড কপি সংগ্রহ করা যেত। বহু নিত্যযাত্রী এই অ্যাপের মাধ্যমেই মাসিক টিকিট কাটতেন।

তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, UTS অ্যাপে আর মান্থলি বুকিং করা যাচ্ছে না। প্রথমে একে অ্যাপের যান্ত্রিক ত্রুটি বলে মনে করা হলেও পরে রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ মার্চ থেকে UTS আর কাজ করবে না। তার বদলে রেলের নতুন অ্যাপ RailOne-এর মাধ্যমে টিকিট কাটতে হবে। সেই কারণেই আগেভাগেই UTS-এ মান্থলি বুকিং বন্ধ করা হয়েছে বলে ধারণা।

যাদের বর্তমানে UTS অ্যাপে বৈধ মান্থলি রয়েছে, তারা চাইলে সেই টিকিট নতুন RailOne অ্যাপে ট্রান্সফার করে নিতে পারবেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্লে স্টোরে উপলব্ধ RailOne অ্যাপ। UTS ব্যবহারকারীরা তাঁদের পুরনো তথ্য দিয়েই নতুন অ্যাপে লগ ইন করতে পারবেন। শুধু লোকাল টিকিট বা মান্থলি বুকিংই নয়, এই অ্যাপে ট্রেনের লাইভ লোকেশন, পিএনআর স্ট্যাটাস-সহ রেল সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় পাওয়া যাবে।

মনে করা হচ্ছে, একাধিক আলাদা অ্যাপ ব্যবহারের অসুবিধা দূর করতেই সব পরিষেবা একত্রিত করে নতুন অ্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বাস্তবে আদৌ UTS সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে কি না, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পূর্ব রেলের এক সিনিয়র ডিআরও জানিয়েছেন, এখনও পর্যন্ত এ বিষয়ে তাঁদের কাছে কোনও চূড়ান্ত নির্দেশ বা তথ্য পৌঁছায়নি। ফলে যাত্রীদের মধ্যে কৌতূহল ও প্রশ্ন থেকেই যাচ্ছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন