Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

টি-২০ বিশ্বকাপ জট কাটাতে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি

 

ICC-delegation-in-Bangladesh

সমকালীন প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে এবার সরাসরি বাংলাদেশে গিয়ে বৈঠকে বসতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, খুব শীঘ্রই আইসিসির একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছাবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবে। 

এই বৈঠকের পরই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ সংক্রান্ত জট নিরসনের লক্ষ্যে আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন। তাঁর দাবি, “আমরা নিজেদের অবস্থান থেকে একচুলও সরছি না। আমাদের দাবি স্পষ্ট– ভারতে নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে চাই। ভেন্যু বদল মোটেই অসম্ভব নয়।” 

যদিও বিসিবি সূত্রে জানা গিয়েছে, আইসিসির প্রতিনিধি দল কবে বাংলাদেশে আসবে, তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এর আগে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা হলেও কোনও সমাধানসূত্র মেলেনি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সফরে যেতে নারাজ বাংলাদেশ, আর এই অবস্থানেই আটকে রয়েছে গোটা বিষয়টি। 

বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা ভারতে খেলতে রাজি নয়। বোর্ডের অনুরোধ, ভারতে নির্ধারিত ম্যাচগুলি অন্য দেশে সরিয়ে নেওয়া হোক। তবে আইসিসির বক্তব্য ভিন্ন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দাবি, ভারতে নিরাপত্তার অভাব রয়েছে বলে বাংলাদেশের যে অভিযোগ, তা ভিত্তিহীন। 

পাশাপাশি আইসিসি জানিয়েছে, টি-২০ বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত। ফলে আলাদা করে ভেন্যু বদলানো সহজ নয়। তবু আলোচনার দরজা খোলা রেখেছে তারা। এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে অস্বস্তি আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক ক্রিকেটার। 

পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার প্রসঙ্গও উঠে এসেছে। পরিস্থিতি আরও জটিল হয়, যখন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। 

সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। একই ভেন্যুতে ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিরুদ্ধেও গ্রুপ ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো আদৌ হবে কি না, নাকি সূচিতে বড়সড় বদল আসছে– সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আইসিসি-বিসিবির আসন্ন বৈঠকেই। ক্রিকেটমহলের ধারণা, এই আলোচনা বিশ্বকাপ জটের ‘ফাইনাল অ্যাক্ট’ হতে চলেছে।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন