সমকালীন প্রতিবেদন : কেকেআরে নতুন কোনও মালিক আসছে না। বরং নাইটদের মালিকানায় নিজের কর্তৃত্ব আরও শক্ত করতে চলেছেন শাহরুখ খান নিজেই। গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, কেকেআরের অংশীদার জয় মেহেতা তাঁর শেয়ারের একটি অংশ বিক্রি করতে চাইছেন। সেই সূত্র ধরেই মরশুম শুরুর আগে নাইট শিবিরে কোনও নতুন লগ্নিকারীর প্রবেশ হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল।
তবে সেই সমস্ত জল্পনায় কার্যত ইতি টেনে শাহরুখ খান সিদ্ধান্ত নিয়েছেন, মেহেতা গ্রুপের শেয়ার তিনি নিজেই কিনে নেবেন। বর্তমানে কেকেআরের মালিকানা ভাগ করা রয়েছে শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের মধ্যে।
এই মুহূর্তে ৫৫ শতাংশ শেয়ার রয়েছে রেড চিলিজের হাতে, ফলে মূল মালিকানা ইতিমধ্যেই কিং খানের দখলে। বাকি ৪৫ শতাংশ শেয়ার রয়েছে মেহেতা গ্রুপের হাতে। জানা যাচ্ছে, মেহেতারা তাঁদের অংশীদারিত্বের একটি অংশ বিক্রি করতে চাইছেন। কারণ, যে সময় যৌথভাবে কেকেআরের মালিকানা নেওয়া হয়েছিল, সেই সময়ের তুলনায় বর্তমানে দলটির বাজারমূল্য বহুগুণ বেড়েছে। সেই সুযোগেই মূলধন বাড়াতে শেয়ারের কিছু অংশ ছাড়তে চাইছে মেহেতা গ্রুপ।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মেহেতা গ্রুপ আন্তর্জাতিক সংস্থা নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে মধ্যস্থতাকারী হিসেবেও নিয়োগ করেছে। কিন্তু তৃতীয় কোনও সংস্থা নয়, সেই শেয়ার কিনতে এগিয়ে এসেছেন খোদ শাহরুখ খান। নাইট ঘনিষ্ঠ সূত্রের দাবি, মেহেতা গ্রুপের হাতে থাকা শেয়ারের উল্লেখযোগ্য অংশই কিনে নেবেন কিং খান।
যদিও জুহি চাওলা পুরোপুরি কেকেআরের মালিকানা ছাড়ছেন না। তাঁর অংশীদারিত্ব বজায় থাকবে, তবে তা শাহরুখের তুলনায় অনেকটাই কম হবে। ফলে কার্যত কেকেআরে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন এসআরকে। আইপিএলের অন্যতম সফল দল কেকেআর। তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চারবার ফাইনাল খেলেছে নাইটরা।
তার সঙ্গে যুক্ত রয়েছে শাহরুখ খানের তারকাখ্যাতি এবং ‘কলকাতা’ নামের আবেগ। এই দুইয়ের মেলবন্ধনে কেকেআর আজ শুধুমাত্র একটি ক্রিকেট দল নয়, এক শক্তিশালী ব্র্যান্ড। শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও তিনটি দেশের তিনটি দল যুক্ত রয়েছে এই নাইট সাম্রাজ্যের সঙ্গে।
মালিকানার এই নতুন সমীকরণের ফলে কেকেআরের ভবিষ্যৎ পরিকল্পনায় শাহরুখ খানের প্রভাব আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ– সব ক্ষেত্রেই এবার ‘বাদশাহী রাজ’ আরও পাকাপোক্ত হতে চলেছে নাইট শিবিরে।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন