সমকালীন প্রতিবেদন : নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হলেও এক দিনের দল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বিসিসিআই। প্রাথমিকভাবে নতুন বছর শুরুর আগেই ওয়ানডে দল ঘোষণা করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই রূপরেখায় বদল এসেছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, দল ঘোষণার আগে বিজয় হজারে ট্রফির আরও কয়েকটি রাউন্ড দেখে নিতে চান নির্বাচকেরা। সেই কারণেই আগামী ২ থেকে ৪ জানুয়ারির মধ্যে ভারতের এক দিনের দল ঘোষণা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই সিরিজকে ঘিরে ভারতীয় দলে একাধিক বদলের ইঙ্গিত মিলছে। সবচেয়ে বড় খবর, চোট সারিয়ে ফের দলে ফিরতে চলেছেন অধিনায়ক শুভমান গিল। তাঁর অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। গিল দলে ফিরলে ব্যাটিং বিভাগে জায়গা ধরে রাখা কঠিন হতে পারে যশস্বী জয়সওয়াল বা রুতুরাজ গায়কোয়াড়ের পক্ষে, এমনকি সাম্প্রতিক সেঞ্চুরির পরও কাউকে বসতে হতে পারে।
তবে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন এই সিরিজে এখনও অনিশ্চিত। পাঁজরের চোট কাটলেও চিকিৎসকের ছাড়পত্র না পেলে তাঁর ফেরা সম্ভব নয়। উইকেটরক্ষক নির্বাচন নিয়েও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এতদিন দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে থাকলেও দীর্ঘদিন ধরে এক দিনের ক্রিকেটে সুযোগ পাননি ঋষভ পন্থ।
শেষবার তিনি খেলেছিলেন ২০২৪ সালের অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। এই পরিস্থিতিতে পন্থকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, গৌতম গম্ভীর ও অজিত আগরকরেরা পন্থকে মূলত লাল বলের ক্রিকেটের জন্যই ভাবছেন।
পন্থের জায়গায় সুযোগ পেতে পারেন ঈশান কিষান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে ইতিমধ্যেই টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। এবার এক দিনের দলেও তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো। ২০২৩ সালের অক্টোবরের পর আর ওয়ানডে খেলেননি ঈশান, তবে সাম্প্রতিক ফর্ম তাঁকে আবার নির্বাচকদের নজরে এনেছে।
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত। বোলিং বিভাগে বড় পরিবর্তনের সম্ভাবনা কম হলেও মহম্মদ সিরাজকে ফের দলে নেওয়া হয় কি না, সে দিকেই নজর থাকবে ক্রিকেটমহলের। সব মিলিয়ে, নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় এক দিনের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন