Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নাইটক্লাবে বিধ্বংসী আগুন, নিহত অন্তত ২৫

 

Devastating-fire

সমকালীন প্রতিবেদন : ‌উত্তর গোয়ার আরপোরায় বাগা সমুদ্রসৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নাইটক্লাব ‘বিচ বাই রোমিও লেন’-এ শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ছ’জন। ঘটনাস্থলে তখন অন্তত শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, যাঁদের বড় অংশই পর্যটক বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত প্রায় একটা নাগাদ নাচের ফ্লোর থেকেই আচমকা আগুনের সূত্রপাত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ক্লাবের বিভিন্ন অংশে। আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু হলে অনেকে প্রাণ বাঁচাতে বাইরে বেরোবার চেষ্টা করেন। তবে হুড়োহুড়ির মধ্যে অনেকেই দরজা খুঁজে পাননি। কেউ কেউ নিচের দিকে রান্নাঘরের দিকে ছুটে গেলে ঘন ধোঁয়া ঢুকে পড়ে সেখানে। মুহূর্তে দৃশ্যমানতা শূন্যে নেমে আসে এবং শ্বাসরুদ্ধ হয়ে আটকে পড়েন বহু মানুষ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল। তৎপরতায় বহু পর্যটক ও কর্মীকে উদ্ধার করা হলেও আগুনের তীব্রতায় বহু মানুষকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রবিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের বক্তব্য, কাঠামোর গা-ঘেঁষা অবস্থানের কারণে আগুন নেভাতে সময় লেগেছে বেশি।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ১৪ জন নাইটক্লাবের কর্মী এবং চারজন পর্যটক। বাকি সাতজনের পরিচয় নিশ্চিত করা যায়নি এখনও। আহতদের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ক্লাবের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুন লাগে। আগুন লাগার কারণ, ফায়ার সেফটি ব্যবস্থা এবং জরুরি নির্গমনপথ যথাযথ ছিল কি না– সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ক্লাবের মালিক ও ম্যানেজারদের জেরা শুরু করেছে পুলিশ।

ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, গোয়ার এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে। শোকবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। স্থানীয় প্রশাসনের দ্রুত উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ক্লাবে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন নাইটক্লাবটি সিল করে দিয়েছে। মৃতদের ময়নাতদন্ত চলছে। ভয়াবহ এই ঘটনার পর আরপোরায় নেমেছে শোকের ছায়া।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন