সমকালীন প্রতিবেদন : পরিবার নিয়ে বেড়াতে যাওয়াই কাল হল বনগাঁর এক ব্যবসায়ীর। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ থানার ধরমপুকুরিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বাড়ির মালিক বিপ্লব মল্লিক বুধবার দুপুরে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিপ্লব মল্লিক একজন ব্যবসায়ী। ধরমপুকুরিয়া এলাকায় বনগাঁ–বাগদা রোডের ধারে উঁচু পাঁচিলঘেরা তাঁর পাকা বাড়িতে পরিবার নিয়ে থাকেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তাঁরা তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন। বুধবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন বিপ্লব। বাড়িতে ঢুকে দেখেন, পিছনের দিকের লোহার গ্রিল ও দরজা ভাঙা, একাধিক আলমারি তছনছ করা। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিও ভেঙে ফেলা হয়েছে।
অভিযোগে বিপ্লব মল্লিক জানিয়েছেন, দুষ্কৃতীরা ঘরের আলমারি ভেঙে প্রায় ১৭ থেকে ২০ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। পরিবারের সদস্য প্রিয়াঙ্কা দাসের দাবি, গোটা বাড়ি লন্ডভন্ড করে সমস্ত গয়না লুট করে নেওয়া হয়েছে। তারাপীঠে থাকাকালীন প্রতিবেশীদের মারফত ঘটনার খবর পেয়ে তাঁরা বাড়িতে ফিরে আসেন।
এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সন্তোষ রায় জানান, ব্যবসায়িক এলাকায় সিসিটিভি ও বড় লোহার গেট থাকা সত্ত্বেও এই ধরনের চুরি হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ পাওয়ার পর বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। চোরদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন