Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

স্মৃতি মন্ধানার জীবনে নতুন ইনিংস, সাত পাকে বাঁধা পড়ছেন সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে

 ‌

Smriti-Mandhana

সমকালীন প্রতিবেদন : মহিলা বিশ্বকাপের ফাইনাল জয়ের পরই দেখা গিয়েছিল এক আবেগঘন দৃশ্য। ম্যাচ শেষ হতেই মাঠে নেমে এসে সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাকে জড়িয়ে ধরেন উচ্ছ্বসিত এক তরুণ। তিনি আর কেউ নন, স্মৃতির ছয় বছরের প্রেমিক, বলিউডের উঠতি সুরকার ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল। কানাঘুষো শোনা যাচ্ছিল, চলতি মাসেই চার হাত এক হতে চলেছে তারকাজুটি‌র।

বিশ্বকাপ জয়ের পর মাঠে দু’জনের একসঙ্গে উদ্‌যাপনের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। পলাশকে দেখা যায় স্মৃতির গায়ে ভারতীয় পতাকা জড়িয়ে দিচ্ছেন। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন, চোখে চোখে বিনিময় হয় অগণিত অনুভূতির। সম্পর্কের বিষয়ে এত দিন মুখে কুলুপ আঁটলেও, এ বার সবটাই যেন প্রকাশ্যে।

১৯৯৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম পলাশের। দিদি পলক মুচ্ছল ইতিমধ্যেই বলিউডের জনপ্রিয় গায়িকা। ‘তেরে বিন লাদেন’, ‘সুইটি ওয়েডস এনআরআই’সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন পলাশ। মাত্র ১৮ বছর বয়সে বলিউডের সবচেয়ে কমবয়সি সুরকার হিসাবে স্বীকৃতি পেয়েছেন তিনি। 

২০১৯ সাল থেকে সম্পর্কে রয়েছেন স্মৃতি ও পলাশ। এক ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে আলাপ থেকে শুরু হয় বন্ধুত্ব, পরে তা পরিণতি পায় প্রেমে। দীর্ঘ দিন সম্পর্ক গোপন রাখলেও, চলতি বছর ইনস্টাগ্রামে একে অপরের ছবি শেয়ার করার পরই ভক্তদের কাছে স্পষ্ট হয় তাঁদের ভালোবাসার সম্পর্ক।

ইন্দোরের এক অনুষ্ঠানে পলাশ নিজেই জানিয়েছেন, “খুব শীঘ্রই স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হতে চলেছে।” দুই পরিবারের সম্মতিতেই সম্পন্ন হবে বিয়ে। যদিও বিয়ের আসর বসবে মহারাষ্ট্রের সাঙ্গলীতে— স্মৃতির পৈতৃক শহরে। সমস্ত আচার-অনুষ্ঠান মেনেই হবে এই বিয়ে। পলাশের দিদি পলক জানিয়েছেন, “স্মৃতি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।”

ক্রিকেট ও বলিউড— দুই জগতের এই মেলবন্ধন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বর্তমানে স্মৃতি ভারতের অন্যতম সফল ও ধনী মহিলা ক্রিকেটার। বিসিসিআই চুক্তি, আন্তর্জাতিক ম্যাচ ফি ও উইমেন্স প্রিমিয়ার লিগ মিলিয়ে তাঁর সম্পদ প্রায় ৩৫ কোটি টাকা। 

অন্য দিকে পলাশের সম্পদও ৩০ থেকে ৪০ কোটির মধ্যে। সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে— জীবনের নতুন ইনিংসে একসঙ্গে হাঁটতে যাচ্ছেন স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন