Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাইজিং এশিয়া কাপে ভারতীয় দলে বৈভব সূর্যবংশী, অভিষেক পোড়েল

 

Rising-Asia-Cup

সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের নবপ্রজন্মে যুক্ত হলো আরেকটি উজ্জ্বল নাম—বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতের ‘এ’ দলে। জিতেশ শর্মার নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়ে নতুন ইতিহাস গড়েছেন বিহারের এই বিস্ময় বালক। কয়েক সপ্তাহ আগেই রঞ্জি ট্রফির বিহার দলে নির্বাচিত হয়েছিলেন তিনি, আর এবার জাতীয় পর্যায়ের আসরে জায়গা পেয়ে আরও এক ধাপ এগোলেন বৈভব।

গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সাতটি ম্যাচে ২৫২ রান করে আলোচনায় আসেন এই তরুণ ব্যাটার, যার মধ্যে একটি শতরানও রয়েছে। অনূর্ধ্ব-১৯ ও ভারত ‘এ’ দলের হয়েও ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ বলে শতরান এবং ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬ বলে ১১৩ রানের ইনিংস তাঁকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বয়সে ছোট হলেও তাঁর পরিণত ব্যাটিং মানসিকতা ও ম্যাচ সচেতনতা ভবিষ্যতের বড় তারকার ইঙ্গিত দিচ্ছে।

রাইজিং স্টার্স এশিয়া কাপ শুরু হচ্ছে ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে। গ্রুপ ‘বি’-তে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহি—এই চার দল রয়েছে। ভারতের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর আমিরশাহির বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচ ১৬ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে, আর শেষ ম্যাচ ১৮ নভেম্বর ওমানের বিরুদ্ধে। গ্রুপ ‘এ’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফাইনাল হবে ২৩ নভেম্বর।

দলে সহ–অধিনায়ক হিসেবে আছেন নমন ধীর। পাশাপাশি বাংলার উইকেটকিপার অভিষেক পোড়েল, আইপিএলে পরিচিত মুখ নেহাল ওয়াধেরা, রমনদীপ সিং, সুয়াশ শর্মা, আশুতোষ শর্মা ও যুধবীর সিং চরকও সুযোগ পেয়েছেন। রয়েছেন প্রিয়াংশ আর্য, সূর্যাংশ শেড়গে, যশ ঠাকুর, গুরজপনীত সিং, বিজয় কুমার বৈশাক, হর্ষ দুবে। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন গুরনুর সিং ব্রার, কুমার কুশাগ্র, তনুশ কোটিয়ান, সমীর রিজভি ও শাইক রশিদ।

প্রথম সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হলেও, গতবার ট্রফি জিতেছিল আফগানিস্তান। তাই এবার শিরোপা পুনরুদ্ধারই মূল লক্ষ্য জিতেশ শর্মার দলের। তরুণ প্রতিভায় ভরপুর এই স্কোয়াড থেকে ভবিষ্যতের বহু তারকার জন্ম হতে পারে বলে আশাবাদী নির্বাচকরা। বিশেষ করে বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটারের অন্তর্ভুক্তি ভারতীয় ক্রিকেটে নতুন রক্তের সঞ্চার ঘটাবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন