সমকালীন প্রতিবেদন : দুই বছর পর ফের দেশে ফিরছে আইপিএলের মহানিলাম। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০২৬ মরসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, এবারের নিলাম উপসাগরীয় অঞ্চলের কোনও শহরে হতে পারে। তবে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসর বসবে ভারতেই। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
এর আগে ২০২৩ সালের নিলাম হয়েছিল দুবাইয়ে, আর ২০২৪ সালে আয়োজন হয়েছিল জেড্ডায়। তাই দুবছর পর ফের ভারতেই আইপিএলের মহানিলাম আয়োজন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ১৫ ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হলেও, তার আগে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিটি দলকে নিজেদের রিটেনশন তালিকা জমা দিতে হবে।
আগের খবর অনুযায়ী, বিসিসিআই উপসাগরীয় অঞ্চলের একাধিক বিকল্প জায়গা—আবু ধাবি, ওমান ও কাতার—বিবেচনা করছিল। তবে সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে, ২০২২ সালের পর এবারই প্রথমবার দেশে ফিরছে এই বহুল প্রতীক্ষিত নিলাম। কোন শহরে হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
এদিকে, মহিলা আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগ-এর নিলামের তারিখও প্রায় চূড়ান্ত। রিপোর্ট বলছে, ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ডব্লিউপিএলের প্রথম বড় মাপের মেগা অকশন। ২০২৩ সালে উদ্বোধনের পর এবারই প্রথমবার বড় আকারে দলবদলের সুযোগ পাচ্ছে প্রতিটি দল।
চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে ডব্লিউপিএলের রিটেনশন তালিকা। তাতে দেখা গিয়েছে, ইউপি ওয়ারিয়র্স ছেড়েছে দীপ্তি শর্মাকে এবং গুজরাত জায়ান্টস ছেড়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে। অন্যদিকে, নিজেদের দলে ধরে রেখেছে বিশ্বকাপজয়ী দলের তারকারা—হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ, শেফালি বর্মা ও রিচা ঘোষ।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বাধিক তিনজন অভিজ্ঞ ভারতীয়, দুজন বিদেশি এবং দুজন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ধরে রাখতে পারবে। যদি কোনও দল পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে চায়, তবে তাদের অন্তত একজনকে হতে হবে আনক্যাপড ভারতীয়। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল রাইট-টু-ম্যাচ অর্থাৎ আরটিএম সুবিধা। এর মাধ্যমে কোনও দল চাইলে আগের মরসুমে থাকা খেলোয়াড়কে নিলামের মাধ্যমে ফের দলে টানতে পারবে।
আইপিএল ও ডব্লিউপিএল—দু’টি আসরই নতুন মরসুমের আগে তাই নতুন দিশা পাচ্ছে। ক্রিকেট মহলে এখন উৎসাহের কেন্দ্রবিন্দু—কোন শহরে হবে আইপিএলের মহানিলাম এবং কে কোন দল ধরে রাখবে বা ছাড়বে। সব প্রশ্নের উত্তর মিলবে নভেম্বর ও ডিসেম্বরে, যখন শুরু হবে আগামী মরসুমের দলগঠন প্রক্রিয়া।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন