Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিততে নতুন ছক কষছে টিম ইন্ডিয়া

 

Second-ODI-match

সমকালীন প্রতিবেদন : ‌বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে শুভমন গিলের ভারত। প্রথম ম্যাচে ব্যর্থতার পর এবার দ্বিতীয় ওয়ানডে ঘিরে রীতিমতো নতুন পরিকল্পনায় ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। ২৩ অক্টোবর, বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সূত্রের খবর, জয়ের লক্ষ্যে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর।

দল নির্বাচনে প্রথম ম্যাচের পর থেকেই উঠেছে একাধিক প্রশ্ন। বিশেষ করে, ইনফর্ম স্পিনার কুলদীপ যাদবকে বাইরে রাখা নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট মহলে। জানা গিয়েছে, দ্বিতীয় ওয়ানডেতে তাঁকে দলে ফেরানো হতে পারে। দলের একাংশ মনে করছে, ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে কুলদীপকে সুযোগ দেওয়া হতে পারে। তবে বিকল্প হিসেবে নীতীশ কুমার রেড্ডির নামও আলোচনায় রয়েছে।

অন্যদিকে, প্রথম ম্যাচে ব্যাট ও বলে একেবারেই প্রভাব ফেলতে না পারায় দিল্লির পেসার হর্ষিত রানা’র জায়গাও অনিশ্চিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর পারফরম্যান্স নিয়ে প্রবল সমালোচনা চলছে। সমালোচকদের মতে, কোচ গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ হওয়ায় তিনি বারবার দলে সুযোগ পাচ্ছেন। এবার তাঁর জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে দেখা যেতে পারে অ্যাডিলেডে। 

২৯ বছর বয়সি এই কর্নাটক পেসার এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলেছেন এবং সংগ্রহ করেছেন ২৯ উইকেট। আইপিএল-এ দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজের ঐতিহাসিক ওভাল টেস্টে ভারতের জয়ে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। গতি ও বাউন্সে ভর করে প্রসিদ্ধ কৃষ্ণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে কার্যকরী হতে পারেন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচে বিরাট কোহলির প্রত্যাবর্তন সুখকর হয়নি। তবে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংহ জানিয়েছেন, কোহলির উপর আস্থা হারানোর কোনও কারণ নেই। তাঁর বক্তব্য, “ভারতের হয়ে তিনশোরও বেশি ওয়ানডে খেলেছে কোহলি। তাই ফর্ম ওর কাছে কেবল একটা শব্দমাত্র। ও জানে কীভাবে প্রত্যাবর্তন করতে হয়। আমি নিশ্চিত, এই সিরিজে ও প্রচুর রান করবে।”

রবিবারই প্রথমবার একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করলেন শুভমন গিল। তাঁর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ অর্শদীপ। তিনি বলেন, “শুভমন আমাদের পরিকল্পনা সমর্থন করেছে, স্বাধীনভাবে বল করতে উৎসাহ দিয়েছে। ওর মধ্যে নেতৃত্বের গুণ স্পষ্ট।”

প্রথম ম্যাচের ভুল শুধরে অ্যাডিলেডে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় শিবির। একদিকে দলে পরিবর্তনের জল্পনা, অন্যদিকে অভিজ্ঞদের ফর্ম ফিরে পাওয়ার প্রত্যাশা—সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডে ঘিরে রীতিমতো উত্তেজনা ক্রিকেট মহলে। সিরিজে সমতা ফেরাতে হলে বৃহস্পতিবারের ম্যাচে টিম ইন্ডিয়াকে খেলতে হবে নিখুঁত ক্রিকেট।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন