Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাণীপুরে শুরু ৬৯তম রাজ্য বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা

 

Volleyball-competition

সমকালীন প্রতিবেদন : ‌পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে, উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় শুরু হলো ৬৯তম রাজ্য বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা। সোমবার থেকে বাণীপুর সরকারি স্নাতকোত্তর শারীর শিক্ষা মহাবিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর বয়সী বালক বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সারা রাজ্যের বিভিন্ন জেলার মোট ৫৪০ জন প্রতিযোগী, পাশাপাশি রয়েছেন প্রায় ১০০ জন কোচ ও ম্যানেজার। সংগঠক মানস পাল জানান, অনূর্ধ্ব ১৪ বিভাগে ১১টি, অনূর্ধ্ব ১৭ বিভাগে ১৭টি এবং অনূর্ধ্ব ১৯ বিভাগে ১৫টি জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

উল্লেখযোগ্যভাবে, প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে অনূর্ধ্ব ১৪ বিভাগে নদীয়া জেলা দলকে তিন-এক সেটে হারিয়ে হুগলি জেলা দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়দের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় স্কুল গেমসের জন্য অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর বয়সী বালকদের দল নির্বাচিত হবে।

হাবরা পুরসভার প্রধান নারায়ণ চন্দ্র সাহা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. অভিজিৎ রুদ্র, ড. বিকাশ চন্দ্র মণ্ডল, ড. গৌড় কৃষ্ণ দাস, সোমনাথ দত্ত, মানস কুমার পাল, অনিমা মণ্ডল, হাসিবুল বিশ্বাস, প্রবীর কুমার সাহা প্রমুখ বিশিষ্টজনেরা।

খেলোয়াড়, কোচ ও আয়োজকদের উদ্দেশে শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিভারাই আগামী দিনে জাতীয় স্তরে রাজ্যের সুনাম বাড়াবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন