Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চমী থেকেই যান নিয়ন্ত্রণ, দুর্গাপুজোয় বনগাঁয় কড়া নিরাপত্তা, ড্রোনে নজরদারি

 

Puja-guide-map

সমকালীন প্রতিবেদন : দুর্গাপুজোর ভিড়ের দিনগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিকদের নির্বিঘ্নে পুজো উপভোগের সুযোগ করে দিতে এ বছর বিশেষ উদ্যোগ নিয়েছে বনগাঁ জেলা পুলিশ। নিখোঁজ শিশুদের ঘটনা রোধে প্রথমবারের মতো চালু হচ্ছে শিশুদের জন্য বিশেষ পরিচয়পত্র, পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারিও। যান নিয়ন্ত্রণে মোট ৩৭টি ড্রপগেট তৈরি করা হয়েছে।

শুক্রবার জেলা পুলিশ অফিসে পুজোর গাইট ম্যাপ উদ্বোধন হল। পুলিশ সুপার দীনেশ কুমার ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক উর্মী দে বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, পুরপ্রধান গোপাল শেঠ সহ পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকেরা। সেখানে প্রতিমা দর্শনার্থী কিম্বা মোটর বাইক চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম বাধ্যতামুলক করা হচ্ছে। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবার পঞ্চমী থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে। দুপুর ১টার পর থেকে ভারী যানবাহনের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত অন্যান্য যানবাহন শহরের ভেতরে চলাচল বন্ধ থাকবে। মোটর সাইকেল বা অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে। দশমী পর্যন্ত এই নিয়ম বলবত থাকবে। তবে জরুরী পরিষেবার সঙ্গে যুক্তরা এই নিয়ন্ত্রণের বাইরে থাকছেন। 

যদি কোনও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়ে, তবে সঙ্গে সঙ্গে নিকটবর্তী পুলিশ ইউনিটে খবর দেওয়া বা সরাসরি ৯১৪৭৮৮৮২৩০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ। গাড়ি ও মোটরসাইকেল নির্দিষ্ট পার্কিং এলাকায় রাখতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে ধীরে চালাতে হবে। মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে এবং হ্যান্ডেল লক করে গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নাগরিকদের সতর্ক করতে পুলিশের নির্দেশিকায় আরও বলা হয়েছে, অপরিচিত কারও দেওয়া খাবার না খেতে, প্রলোভনে কোথাও না যেতে, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করতে এবং কখনওই মদ্যপ অবস্থায় গাড়ি না চালাতে। মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী না চাপানো ও অবৈধ আতশবাজি ব্যবহার না করারও অনুরোধ করা হয়েছে।

বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় এ বছরও বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশু হারানোর ঘটনা এড়াতে ছোটদের জন্য বিনামূল্যে পরিচয়পত্র বিতরণ করা হবে। নারী নির্যাতন বা ইভ-টিজিংয়ের মতো অপরাধের ক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে বনগাঁ পুলিশ জেলার মহিলা হেল্পলাইন ৭৩১৯২২৪৪৫০। এই হেল্পলাইন কেবলমাত্র মহিলা পুলিশকর্মীরাই পরিচালনা করবেন।

নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। বড় বড় পুজোমণ্ডপ ও সীমান্তবর্তী এলাকায় নজরদারির জন্য থাকবে ড্রোন ক্যামেরা। এতে অনুপ্রবেশ বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। নাগরিকদের আরও কাছে পৌঁছতে চালু করা হচ্ছে “পুলিশ বন্ধু” অ্যাপ, যার মাধ্যমে সহজেই যোগাযোগ করা যাবে পুলিশের সঙ্গে। পুলিশ প্রশাসনের দাবি, সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ। নাগরিকদের সহযোগিতা পেলে এ বছর দুর্গাপুজো হবে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন