সমকালীন প্রতিবেদন : প্রতি বছরের মতোই এবছরও বনগাঁ মর্ণিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ঐতিহ্যবাহী পুজো পরিক্রমা। টানা তেইশ বছর ধরে চলা এই বিশেষ আয়োজনে ষষ্ঠী পুজোর দিন সকালে সাইকেলে চড়ে শহরের নানা পুজো মণ্ডপ ঘুরে দেখেন ক্লাবের সদস্যরা।
রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয় এ বছরের পরিক্রমা। উনিশ জন সাইকেল আরোহী অংশ নেন এই অভিযানে। আড়াই ঘণ্টা ধরে তাঁরা বনগাঁ শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেন।
ক্লাবের সদস্যদের কথায়, এই পরিক্রমা শুধু পুজো দেখারই নয়, বরং ঐক্য ও বন্ধুত্বের বার্তা ছড়ানোরও একটি অনন্য প্রচেষ্টা। একই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতের বার্তাও পৌঁছে দেওয়া হয় সাইকেল যাত্রার মাধ্যমে।
বছরের পর বছর ধরে বনগাঁর ষষ্ঠীর সকাল যেন এই সাইকেল পরিক্রমা ছাড়া অসম্পূর্ণ। স্থানীয়দের কাছেও এই আয়োজন পুজোর আনন্দের এক বিশেষ অংশ হয়ে উঠেছে।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন