সমকালীন প্রতিবেদন : দুর্গাপুজোয় আর রাতে বাড়ি ফেরার চিন্তা নেই। পঞ্চমী অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে দশমী অর্থাৎ ২ অক্টোবর পর্যন্ত রাজধানীর রেলপথে মিলবে রাতভর লোকাল ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার পূর্ব রেলের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখায় মোট ৩১টি অতিরিক্ত ট্রেন চালানো হবে এই সময়কালে। এর মধ্যে উত্তর শাখায় চলবে ১৯টি এবং দক্ষিণ শাখায় ১২টি ট্রেন।
এই বাড়তি পরিষেবা চালুর ফলে পুজোর রাতে কলকাতার প্যান্ডেলগুলিতে ঠাকুর দেখা আরও সহজ হবে। ভোর পর্যন্ত লোকাল ট্রেন পাওয়া যাবে, ফলে যাত্রীরা নিশ্চিন্তে নিজেদের গন্তব্যে ফিরতে পারবেন। পুজোর ভিড় সামাল দিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তাও — পঞ্চমী থেকেই শিয়ালদা ও হাওড়া স্টেশনে মোতায়েন করা হবে অতিরিক্ত আরপিএফ।
শিয়ালদা উত্তর শাখায় যে অতিরিক্ত ট্রেন পরিষেবা থাকছে, সেগুলি হল–
রানাঘাট–শিয়ালদা রুটে : মোট ৬টি বিশেষ ট্রেন। এর মধ্যে ২টি শিয়ালদা–রানাঘাট, ২টি নৈহাটি–রানাঘাট এবং ২টি শিয়ালদা–নৈহাটি লোকাল। ট্রেনগুলি চলবে রাত ৯:৪০ থেকে ভোর ৩:১০ পর্যন্ত।
শিয়ালদা–কল্যাণী রুটে : মোট ৪টি ট্রেন। চলবে রাত ৯:১০ থেকে রাত ২:৫৫ পর্যন্ত। রানাঘাট–নৈহাটি–কৃষ্ণনগর রুটে : ৫টি অতিরিক্ত ট্রেন চলবে রাত ১১:৪৫ থেকে ভোর ৪:৫৫ পর্যন্ত। বনগাঁ–বারাসত–শিয়ালদা রুটে : ৪টি ট্রেন চলবে রাত ১০:২০ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত।
শিয়ালদা দক্ষিণ শাখায় যে অতিরিক্ত পরিষেবা থাকছে, সেগুলি হল–
শিয়ালদা–বারুইপুর রুটে : ৬টি বিশেষ ট্রেন চলবে রাত ১১:৪০ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত। শিয়ালদা–বজবজ রুটে: ৬টি ট্রেন চলবে রাত ১১:৩০ থেকে ভোর ৩:৪০ পর্যন্ত। এই বাড়তি পরিষেবা পাওয়া যাবে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।
শিয়ালদা ডিভিশনের পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলও পুজোয় যাত্রীদের জন্য চালাচ্ছে বিশেষ লোকাল ট্রেন। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রাতে চলবে একাধিক ট্রেন হাওড়া থেকে পাঁশকুড়া, মেচেদা ও আমতা রুটে। প্রতিটি বিশেষ ট্রেনই সংশ্লিষ্ট রুটের প্রতিটি স্টেশনে থামবে, যাতে যাত্রীরা সহজে উঠতে ও নামতে পারেন।
পাঁশকুড়া–হাওড়া লোকাল : পাঁশকুড়া থেকে ছাড়বে রাত ১০:৩০, পৌঁছবে হাওড়ায় রাত ১২:২০-এ। হাওড়া থেকে ছাড়বে রাত ১২:৫০, পৌঁছবে পাঁশকুড়ায় রাত ২:৪০-এ। মেচেদা–হাওড়া লোকাল : মেচেদা থেকে ছাড়বে রাত ১১:৩০, হাওড়ায় পৌঁছবে রাত ১:০০-এ। হাওড়া থেকে ছাড়বে রাত ১:১৫, পৌঁছবে মেচেদায় রাত ২:৪৫-এ। আমতা–হাওড়া লোকাল : আমতা থেকে ছাড়বে রাত ১১:৫৫, পৌঁছবে হাওড়ায় রাত ১:২০-এ। হাওড়া থেকে ছাড়বে রাত ১:৩০, পৌঁছবে আমতায় রাত ৩:০০-এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন