সমকালীন প্রতিবেদন : প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। টুর্নামেন্টে এখনও অবধি সব ম্যাচেই জিতেছে ভারতীয় দল। ফাইনালে ভারতের সামনে কে, সেই জবাবের অপেক্ষা ছিল। ভার্চুয়াল সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতের দুই প্রতিবেশী দেশ। কিন্তু দু-দলই ব্যাটিংয়ে খারাপ পারফরম্যান্সের নিদর্শন রাখল। কে কতটা ভুল করতে পারে, সেই লড়াই চলল। অবশেষে মাত্র ১১ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিলেন সলমনরা।
এশিয়া কাপ ফাইনালে ভারতের সামনে পাকিস্তান। টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয় সাক্ষাৎ হতে চলেছে। আগের দু’ম্যাচেই ভারতের কাছে একপেশেভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান। তবে আসন্ন ফাইনাল এক ইতিহাসের থেকে কম হবে না। কারণ, ৪১ বছরে প্রথম বার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।
এদিকে ফাইনালে উঠেই পাক শিবির রীতিমতো হুঙ্কার ছাড়ছে। এবার নাকি তাঁরা বদলা নিতে প্রস্তুত। বৃহস্পতিবারের জয়ের পরই পাক অধিনায়ক সলমন আলি আঘা দাবি করেন, তাঁর দল নাকি স্পেশ্যাল। যে কোনও দলকে হারানোর সামর্থ্য রাখে। পাক অধিনায়ক বলেন, “এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশ্যাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।”
টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সলমন আলি আঘার বক্তব্য, “আমরা খুবই উত্তেজিত। জানি ভারতকে হারাতে কী কী করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনও দলকে হারাতে পারি। রবিবারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব।” ২৮ সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপের মেগা ফাইনালে আরও একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান।
ইতিহাস বলছে, ১৯৮৪ সাল থেকে শুরু হয়েছিল এশিয়া কাপ। দেখতে দেখতে চার দশক পেরিয়ে গিয়েছে এই প্রতিযোগিতা। কিন্তু আজ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে কোনও দিন ভারত-পাকিস্তানের সাক্ষাৎ হয়নি। এদিকে এশিয়া কাপের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। পাকিস্তান জিতেছে ২ বার।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে যদি ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচের ব্যাপারে আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে যে এই দুটো দল মোট ১২ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই নিয়ে ১৩ বার তারা কোনও টুর্নামেন্ট কিংবা ট্রাই সিরিজের ফাইনালে খেলতে নামছে।
ইতিপূর্বে ১২ বারের মধ্যে আটবারই পাকিস্তান ফাইনাল যুদ্ধে জয়লাভ করেছে। আর ভারত বাজিমাত করেছে মাত্র ৪ বার। ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার এই দুটো দল খেতাবি লড়াইয়ে নেমেছিল। সেবারও জয়লাভ করেছিল পাকিস্তান। এবার টিম ইন্ডিয়া অবশ্যই ভাগ্যের চাকা বদলাতে চাইবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন