সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার মধ্যে সেরা পুজো হিসেবে বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ এ নির্বাচিত হলো বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, সেরা মন্ডপের পুরস্কার জিতে নিয়েছে বনগাঁর আর এক ঐতিহ্যবাহী ক্লাব অভিযান সংঘ।
শনিবারই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ এর তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতনতা- এই চারটি বিভাগে পুরস্কৃত করা হচ্ছে। জেলার চারটি মহকুমা থেকে একেকটি ক্লাবকে এই বিভাগগুলিতে বেছে নেওয়া হয়েছে।
বনগাঁ মহকুমায় সেরা পুজো হিসেবে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এবং সেরা মন্ডপ হিসেবে অভিযান সংঘের পাশাপাশি এই মহকুমায় সেরা প্রতিমার পুরস্কার জিতে নিয়েছে গোপালনগরের পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি। আর সেরা সমাজ সচেতনতা বিভাগে যৌথভাবে পুরস্কৃত হয়েছে বনগাঁর ১২–এর পল্লী স্পোর্টিং ক্লাব এবং বাগদার সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন