সমকালীন প্রতিবেদন : বিশ্বকর্মা পুজোর রাতে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলেন বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ঘনিষ্ঠ এক নেতা। ধৃত বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য বনগাঁর চাঁপাবেড়িয়া এলাকার বাসিন্দা। তাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।
অভিযোগ, বুধবার রাতে আক্রান্ত হন কৌশিক দেবনাথ নামে এক যুবক। তিনি কলকাতা পুলিশের গাড়ি চালক হিসেবে কর্মরত। অভিযোগকারীর দাবি, বুধবার রাতে বনগাঁ থেকে রামকৃষ্ণপল্লীর বাড়িতে ফেরার পথে তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন কৌশিকবাবু।
ঘটনার তদন্তে নেমে পুলিশ গোবিন্দ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে। তবে ধৃতের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, “বিজেপি করি বলেই আমার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না।”
এই ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কটাক্ষ শুরু করেছে। এদিকে আহত কৌশিক দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন