Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বনগাঁয় শিশুকন্যাকে অ্যাসিড খাওয়ানোর চেষ্টা‌র অভিযোগে গ্রেপ্তার মা

 

Attempt-to-administer-acid

সমকালীন প্রতিবেদন : পারিবারিক অশান্তির জেরে নিজের এক বছরের কন্যাসন্তানকে অ্যাসিড খাওয়ানোর চেষ্টা‌র অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বনগাঁ থানার চাঁদা কাটাবাগান এলাকায়। অভিযুক্ত মায়ের নাম তপতী বাড়ুই। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটি সুস্থ হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে, অভিযুক্ত মা তপতী বাড়ুই নিজেও অ্যাসিড খাওয়ার চেষ্টা করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে অমিতোষ বাড়ুই তপতী বাড়ুইকে বিয়ে করে। এটা তার দ্বিতীয় বিয়ে। অমিতোষের প্রথম স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরদ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। তবে, কর্মসূত্রে তিনি সৌদি আরবে থাকেন। ফলে সংসারের যাবতীয় দায়িত্ব মূলত তপতীর ওপরেই ছিল। এদিকে দীর্ঘদিন ধরেই অমিতোষের পরিবারে অশান্তি চলছিল বলে প্রতিবেশীদের দাবি।

বুধবার সকালে সেই অশান্তির জেরে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়ায় জড়ায় তপতী। এরপরেই সে নিজের ঘরে গিয়ে এক বছর বয়সী শিশুকন্যাকে অ্যাসিড খাওয়ানোর চেষ্টা করে বলে অভিযোগ। আশেপাশের মানুষজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত তপতীকে পুলিশে তুলে দেন। ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তিই এই ঘটনার মূল কারণ। 

তবে, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত তপতী বাড়ুইকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক প্রতিবেশী বলেন, “এমন নৃশংস ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। বাচ্চাটাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলাম বলে বড় বিপদ এড়ানো গেছে।” বর্তমানে শিশুটি নিরাপদে আছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন