Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে গতবারের থেকে দ্বিগুণ পুরষ্কার পাবে চ্যাম্পিয়ন দল

 

Asia-Cup-prize-money

সমকালীন প্রতিবেদন : ‌শুরু হয়েছে ক্রিকেটের অন্যতম আলোচিত টুর্নামেন্ট এশিয়া কাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারতও তাদের অভিযান শুরু করছে। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। এই ম্যাচের চার দিন পর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান মহারণ। রাজনৈতিক টানাপোড়েন, বিতর্ক—এসব পেরিয়েও মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। 

টুর্নামেন্টের ফরম্যাট এমনভাবে সাজানো হয়েছে যাতে সর্বোচ্চ তিনবার ভারত-পাকিস্তানের লড়াই দেখতে পারেন দর্শকরা। এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’–তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’–তে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। 

গ্রুপ পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোর পর্বে যাবে। সেখানেও একই নিয়মে খেলার পর ফাইনালের জন্য দুই দল নির্বাচন করা হবে। খেতাবি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। সব ম্যাচ দেখা যাবে সোনি টেন স্পোর্টসে এবং অনলাইনে সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে।

টুর্নামেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পুরস্কার। সূত্রের খবর অনুযায়ী, গতবারের তুলনায় এবারের পুরস্কারমূল্য প্রায় দ্বিগুণ হতে চলেছে। যদিও এসিসির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জানা গিয়েছে, এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৬ কোটি টাকা। 

২০২৩ সালে চ্যাম্পিয়ন ভারত পেয়েছিল ১.২৫ কোটি টাকা। রানার্স দলের জন্য ঘোষণা হতে পারে ১.৫ লক্ষ ডলার, অর্থাৎ ১.৩ কোটি টাকা। পাশাপাশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পেতে পারেন ১২.৫ লক্ষ টাকার বিশেষ পুরস্কার। উল্লেখযোগ্য যে, এশিয়া কাপ শুধু খেলার প্রতিযোগিতা নয়, এটি আঞ্চলিক ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর বড় মঞ্চ। 

নতুন প্রতিভাদের উত্থান, দলের মধ্যে সমন্বয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ করে দেয় এই টুর্নামেন্ট। এবারের আসরও তেমনই এক উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা হতে চলেছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ, আলোচনা ও প্রত্যাশার জোয়ার শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহ ধরে মাঠে চলবে রোমাঞ্চকর লড়াই, যেখানে কে জয়ী হবে তা জানার জন্য অপেক্ষায় সকলেই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন