সমকালীন প্রতিবেদন : গত জুন মাসে হার্নিয়া অস্ত্রোপচারের পর ফিটনেস ফিরে পেতে আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সময় কাটছে সূর্যকুমার যাদবের৷ সেখানে ইতিমধ্যেই ব্যাটিং অনুশীলন শুরু করে দিলেও কাঙ্খিত ফিটনেস ফেরত পাননি টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক৷ এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই শুরু এশিয়া কাপ৷ তার আগেই সূর্যর চোট নিয়ে উদ্বেগ বাড়ছে বোর্ডের। একইসঙ্গে ফিটনেসের সমস্যায় ভুগছেন হার্দিক পান্ডিয়াও। সেক্ষেত্রে এশিয়া কাপের আগেই অনিশ্চিত ভারতীয় দলের দুই তারকা। সেই নিয়ে চিন্তা বাড়ছে বিসিসিআইয়ের।
টি-২০ ফরম্যাটে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া সেরার লড়াই৷ পরদিন অর্থাৎ, ১০ সেপ্টেম্বর আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে 'মেন ইন ব্লু'৷ এমন সময় ফিটনেস ফিরে পেতে ফিজিয়ো এবং মেডিক্যাল টিমের অধীনে আরও এক সপ্তাহ এনসিএ'তে কাটাবেন সূর্য৷ এশিয়া কাপের এখনও প্রায় মাসখানেক বাকি। সেজন্যই টেনশনের কিছু নেই।
হার্দিকের আবার সোমবার একপ্রস্থ ফিটনেস টেস্ট হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি প্র্যাকটিস শুরু করেছেন তিনি। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিং ছাড়াও তৃতীয় পেসার হিসেবে হার্দিক অপরিহার্য। তাই তাঁর ফিটনেস দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় শুভমান গিল নিশ্চিতভাবেই ঢুকছেন এশিয়া কাপের দলে। ওপেনিংয়ে গিলের সঙ্গী সম্ভবত অভিষেক শর্মা। এই ফরম্যাটে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে নজর কেড়েছেন বাঁ-হাতি ওপেনার। তবে যশস্বী জয়সওয়ালের প্রতিভার কথাও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
কুড়ি ওভারের ফরম্যাটে সম্প্রতি ওপেনিংয়ে অভিষেকের সঙ্গী হতেন সঞ্জু স্যামসন। কিন্তু গিল দলে এলে সেই জুটি রাখা সম্ভব নয়। স্যামসনকে তাই সম্ভবত তিন নম্বরে নামানো হবে। চারে ক্যাপ্টেন সূর্য। পাঁচে শ্রেয়স বা তিলক। ছয়ে হার্দিক পান্ডিয়া। এরপর দুই অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। দুই পেসার সম্ভবত যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীকে দেখা যেতে পারে। দুবাইয়ের পিচে স্পিনারদের জন্য সহায়তা মজুত থাকলে একজন পেসার কমিয়ে কুলদীপ ও বরুণ, উভয়কেই খেলানো হতে পারে।
এছাড়া স্কোয়াডে থাকতে পারেন রিঙ্কু সিং, শিবম দুবে, ঈশান কিষান, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, রবি বিষ্ণোইরা। পেসার মহম্মদ সিরাজ জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টি-২০ সিরিজের স্কোয়াডে ছিলেন না। তাঁকে এশিয়া কাপের দলে ফেরানো হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন