Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আইসিসির তালিকার এক নম্বরে জায়গা পেলেন শুভমন, নজির গড়লেন রোহিত

 

Rohit-sets-an-example

সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন। সদ্য টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দিয়েছেন। শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সব মিলিয়ে গত ৬ মাস মাঠের বাইরে রোহিত শর্মা। অথচ এখনও কীর্তি গড়ে চলেছেন তিনি। আইসিসির প্রকাশ করা সর্বশেষ ক্রমতালিকায় বাবর আজমকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। এছাড়াও প্রথম পাঁচে রয়েছেন ভারতের তিন ব্যাটার।

সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় রোহিতকে। আইসিসির ক্রমতালিকা অনুযায়ী, তিনি এখন একদিনের ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার। সদ্য প্রকাশিত ক্রমতালিকায় এক ধাপ এগিয়েছেন ভারতের একদিনের ক্রিকেটের অধিনায়ক। ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল। তাঁর রেটিং ৭৮৪। 

দ্বিতীয় স্থানে উঠে আসা রোহিতের রেটিং ৭৫৬। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং ৭৫৬। চতুর্থ স্থানে বিরাট কোহলি। তাঁর রেটিং ৭৩৬। ক্রমতালিকায় কোহলির অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। মূলত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যর্থতার জন্য বাবর ক্রমতালিকায় এক ধাপ পিছিয়ে গিয়েছেন। সেই সুযোগে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত। 

তালিকায় প্রথম পাঁচে আছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলও। পাঁচ নম্বরে থাকা মিচেলের রেটিং ৭২০। ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও এক ভারতীয় ব্যাটার। ৭০৪ রেটিং নিয়ে আট নম্বরে আছে শ্রেয়স আইয়ার। তাঁরও অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। কে এল রাহুল রয়েছেন ১৫তম স্থানে। ৬ মাস মাঠের বাইরে থেকেও কীভাবে রোহিত শর্মা আইসিসি ক্রমতালিকায় উপরে উঠলেন? 

আসলে আইসিসি ক্রমতালিকায় বাবর আজম রোহিতের উপরে ছিলেন। রোহিত ছিলেন ৩ নম্বরে আর বাবর দু'নম্বরে। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রী খেলেছেন বাবর। ৩ ম্যাচে মোটে ৫৬ রান করেছেন প্রাক্তন পাক অধিনায়ক। ফলে তাঁর রেটিং পয়েন্ট আগের থেকে কমে গিয়েছে। সেই সুযোগে রোহিত উঠে এসেছেন দু'নম্বরে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন