সমকালীন প্রতিবেদন : বাগদা ব্লকের সাগরপুর এলাকায় ফের নদী দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন বেতনা নদী দখলমুক্ত করার। অভিযোগ, পুলিশ এসে কাজ বন্ধ করলেও ফের শুরু হয়েছে নির্মাণকার্য।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই নদীর পাড় দখল করে দোকানপাট গড়ে তোলা হয়েছে। যে জায়গা একসময় এলাকায় শিশু ও বয়স্কদের বসে থাকার জন্য ব্যবহৃত হতো, সেখানে দিন কয়েক আগে হঠাৎই ইমারত নির্মাণের সরঞ্জাম ফেলে রাখা হয়। স্থানীয়দের নজরে আসতেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ বন্ধ করলেও রবিবার ফের শুরু হয় কাজ। এতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ।
অভিযোগ উঠেছে, শাসক দলের শীর্ষ নেতৃত্বের মদতে বিজেপি-ঘনিষ্ঠ লোকেরাই এই দখল করছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা চাই নদী দখলমুক্ত হোক। কৃষক থেকে সাধারণ মানুষ—সবার স্বার্থেই এটা জরুরি।”
এই বিষয়ে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সরদার জানান, “আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আমাদের দলের কেউ এতে মদত দিচ্ছে কিনা, দলীয় স্তরে খোঁজ নেওয়া হবে। তবে বিজেপির লোকেরাই ওই এলাকায় নদী দখল করে দোকান তুলছে।”
বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের পূর্ব ব্লক সভাপতি পরিতোষ সাহা বলেন, “কৃষকদের স্বার্থে নদী দখলমুক্ত হওয়া উচিত। বাগদার বিভিন্ন জায়গায় বেতনা নদী দখলের ঘটনা ঘটছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবে।”
অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি। দলের দাবি, তৃণমূলের আমলেই নদীকে পুকুরে পরিনত করা হয়েছে। আর তারাই এখন রাজনৈতিক স্বার্থে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ, পুলিশ সাময়িকভাবে কাজ বন্ধ করলেও তার পর আর নজরদারির ব্যবস্থা নেয়নি। ফলে প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি তুলেছে এলাকাবাসী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন