Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ইংল্যান্ড সিরিজেই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

Record-Century

সমকালীন প্রতিবেদন : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় শতরান করলেন যশস্বী জয়সওয়াল। সোজা কথায় যশস্বী জয়সওয়ালের ব্যাটে বেধড়ক মার। সেঞ্চুরি করে ইংরেজ শাসন করছেন ভারতীয় এই ওপেনার। ওভাল টেস্টে দলের প্রয়োজনের সময় তাঁর ব্যাট থেকে এল ১১৮ রানের ইনিংস। শনিবার শতরান করে একই সঙ্গে যশস্বী স্পর্শ করলেন সুনীল গাভাসকর এবং রোহিত শর্মার একটি কীর্তি।

ওভাল টেস্টের তৃতীয় দিনের শুরু থেকেই যশস্বী এবং আকাশ দীপ ছিলেন অপ্রতিরোধ্য। তাবড় ইংরেজ বোলাররা তাঁদের টলাতে পারেননি। ‘নৈশপ্রহরী’ আকাশ দীপ আউট হন ৬৬ রানে। কিন্তু যশস্বী অনড়-অটল। লাঞ্চের আগে তিনি ৮৫ রানে অপরাজিত ছিলেন। কঠিন পিচে ধৈর্য ও অধ্যাবসায় কাজে লাগিয়ে ১২৭ বলে সেঞ্চুরি করেন তিনি। এটাও ঠিক যে, ক্যাচ পড়ে জীবন ফিরে পান তিনি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে এটি তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি। কেরিয়ারে ষষ্ঠ। এই সিরিজে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটা এসেছিল সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে। আর দ্বিতীয়টা এল শেষ টেস্টের শেষ ইনিংসে। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি সুনীল গাভাসকরকে। তিনি ওপেনার হিসেবে ৩৭টি টেস্টে চারটি সেঞ্চুরি করেছিলেন। যশস্বী করেন ১০ ম্যাচে। তবে এই তালিকায় ১৬ ম্যাচে ৫টি সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন কেএল রাহুল।

একইসঙ্গে এদিন শচীনের রেকর্ড ভাঙলেন যশস্বী। ওভাল টেস্টে ৪৪ বলে হাফ সেঞ্চুরি পার করেন যশস্বী। আর তার সঙ্গেই এক অনবদ্য রেকর্ডে তিনি পৌঁছে যান। শচীন তেন্ডুলকরের নামাঙ্কিত এই সিরিজে তাঁরই রেকর্ড ভেঙে দিলেন এই বাঁহাতি তরুন ব্যাটার। এর আগে, শচিনের রেকর্ড ছিল- ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ বছর বয়সে সবচেয়ে বেশিবার ৫০-এর বেশি রান করা কোনও ভারতীয় হিসাবে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন ৮ টি ৫০-এর বেশি রান। আর যশস্বী ৯ টি ৫০-এর বেশি রান পার করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ বছর বয়সে। ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর রয়েছে ৩ টি সেঞ্চুরি, ৬ টি পঞ্চাশ, যার ফলে মোট ৯ টি ৫০-এর বেশি রান যশস্বীর ঝুলিতে গেল। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই সিরিজে এখনও পর্যন্ত ১২ টি সেঞ্চুরি এসেছে ভারতীয় ব্যাটারদের তরফে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা ১২টি সেঞ্চুরি করেছেন। এটি একটি টেস্ট সিরিজে ভারতের তরফে সর্বোচ্চ সেঞ্চুরি, যা ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে ১১টি সেঞ্চুরির রেকর্ড ভেঙেছে। এটি এখন একটি সিরিজে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সেঞ্চুরির রেকর্ড।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন