Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

গাইঘাটায় বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার শাশুড়ি

 

Mother-in-law-arrested

সমকালীন প্রতিবেদন : গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গাইঘাটা থানার গাজীপুর এলাকায়। বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। ইতিমধ্যে গৃহবধূর শাশুড়িকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

মৃত গৃহবধূর নাম পল্লবী মজুমদার। তাঁর স্বামী কর্মসূত্রে মালয়েশিয়ায় থাকেন। স্বামীর অনুপস্থিতিতে পল্লবী গাজীপুরের শ্বশুরবাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গেই থাকতেন। মৃতার পরিবারের অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল পল্লবীর উপর। বৃহস্পতিবার সেই নির্যাতনের চরম পরিণতি ঘটে বলে অভিযোগ। পরিবারের দাবি, অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে, শ্বশুর-শাশুড়ি জোর করে বিষ খাইয়ে দেয় পল্লবীকে।

প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় বারাসত জেলা হাসপাতালে, সেখান থেকেও পাঠানো হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় পল্লবীর। মসলন্দপুরে‌র বাসিন্দা পল্লবীর বাবা-মা গাইঘাটা থানায় পল্লবীর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে শাশুড়ি ভারতী মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শাশুড়িকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় শোকস্তব্ধ পল্লবীর বাপের বাড়ি। তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন