সমকালীন প্রতিবেদন : ১৪ বছরের বৈভব সূর্যবংশীর ছটায় এখন ক্রিকেট-বিশ্ব আলোকিত। ব্যাট হাতে তার বাইশ গজে নামা মানেই একের পর এক রেকর্ড আর চার-ছক্কার ফুলঝুরি। এই বয়সেই বিহারের কিশোর যা যা নজির গড়েছে, তা বাইশ গজের দুনিয়ার কিংবদন্তিরাও করতে পারেননি। তবে এবার ব্যাট হাতে নয়, বৈভব রেকর্ড গড়ল বল হাতে। শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে। ইংল্যান্ড-ভারত অনূর্ধ্ব-১৯ টেস্টে উইকেট শিকারি বৈভবকে দেখা গেল। আর উইকেট নিয়েই সে নাম তুলে দিল ইতিহাসের পাতায়।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়ছে ভারত। একদিনের পর এবার টেস্ট খেলতে ব্যস্ত হয়ে পড়েছেন বৈভব। যদিও ১৪ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তাই ব্যাট হাতে না পারলেও, বল হাতে রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট ম্যাচেই এমন ঘটনাটি ঘটেছে। বেকেনহ্যামে শনিবার থেকে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
আর সেই ম্যাচের দ্বিতীয় দিন, বল হাতে নয়া নজির গড়েছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের হয়ে তখন ব্যাট করছেন হামজা এবং রকি ফ্লিনটপ। ভারতকে ম্যাচে ফিরতে হলে এই জুটি ভাঙতেই হতো। আর ঠিক এমন সময়, অধিনায়ক আয়ুষ মাত্রে বল তুলে দেন বাঁ-হাতি স্পিনার বৈভব সূর্যবংশীর হাতে। আর বৈভব নিজেও সেই মান রাখলেন। একদমই সুযোগ হাতছাড়া করেননি তিনি। বৈভবের বলে ক্যাচ আউট হন হামজা।
হামজাকে আউট করে যুব দলের টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী হিসেবে নয়া নজির গড়লেন বৈভব। মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে, এই রেকর্ড গড়ার স্বাদ পেলেন তিনি। এর আগে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড ছিল মনীষীর দখলে। মাত্র ১৫ বছর ১১৫ দিন বয়সে, তিনি প্রথম উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন।
কিন্তু এবার যুব টেস্টে সর্বকনিষ্ঠ উইকেটশিকারী হিসেবে ১০ জনের তালিকায় ভারতীয়দের মধ্যে এখন একমাত্র রইলেন বৈভব সূর্যবংশী। সাধারণত তিনি বিপক্ষ বোলারদের বিরুদ্ধে বড় বড় শট হাঁকিয়ে থাকেন। কিন্তু এবার বল হাতে নজির গড়েছেন তিনি। ফলে, এটা প্রমাণ হয়ে গেল যে, বৈভব একজন ভালো অলরাউন্ডারও হয়ে উঠতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন