সমকালীন প্রতিবেদন : ফিটনেস কোনওভাবে সঙ্গ দিচ্ছে না৷ লাল বলের ক্রিকেটে টানা লম্বা স্পেল করতে হচ্ছে সমস্যা। হাঁফাচ্ছেন, বারবার জল পান করছেন, চাইছেন বিশ্রাম। যেভাবে তাঁর শরীরী ভাষায় ক্লান্তির ছাপ স্পষ্ট হচ্ছে তাতে শীঘ্রই হয়তো টেস্ট ক্রিকেট থেকে অবসরও নিয়ে নিতে পারেন জসপ্রীত বুমরা৷ ভারতীয় পেস বোলিংয়ের প্রধান অস্ত্র সম্পর্কে সম্প্রতি এমনই ভবিষ্যদ্বাণী করেছেন মহম্মদ কাইফ৷ প্রাক্তন তারকা ক্রিকেটার জানালেন, আগামী দিনে বুমরাকে ছাড়া টেস্ট ক্রিকেট দেখার অভ্যাস শুরু করতে হবে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের৷
চোট হোক বা আঘাত, বুমরার আন্তর্জাতিক কেরিয়ারে বারংবার থাবা বসিয়েছে নানা সমস্যা৷ মোক্ষম কিছু সময়ে গুরুতর চোট বুমরার কেরিয়ার মসৃণ গতিতে এগিয়ে চলার পথে অন্তরায় হয়েছে৷ ৪৭ টেস্টে ২০০-র বেশি উইকেট নিয়েছেন তিনি৷ এশিয়ান বোলার হিসেবে সেনা দেশে সর্বাধিক ফাইফার রয়েছে তাঁর নামেই৷ বুমরা অস্ত্রে শাণ দিয়ে দেশের বাইরে বহু স্মরণীয় জয় পেয়েছে ভারত৷
কিন্তু সাম্প্রতিক অতীতে পিঠের চোট ফিটনেস ইস্যুতে বড়সড় ধাক্কা দিয়েছে গুজরাতের এই পেসারকে৷ বিষয়টা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, ওয়ার্কলোড কমাতে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে পাওয়া যায়নি তাঁকে। পাঁচ দিনের লম্বা টেস্ট ম্যাচ খেলতে শরীরে সমস্যা হচ্ছে বুমরার। আর সেটা ইংল্যান্ডের মাটিতে তাঁর পারফরম্যান্সেই পরিষ্কার হয়েছে৷
সম্প্রতি সোশাল মিডিয়ায় দেওয়া এক ভিডিয়োবার্তায় সে কথাই শোনালেন মহম্মদ কাইফ৷ তিনি বলেন, "আমার মনে হয় বুমরাকে আগামী বেশ কিছু টেস্ট ম্যাচে খেলতে দেখা যাবে না৷ এমনকী ও অবসরও নিতে পারে৷ বুমরা ফিটনেস নিয়ে ভুগছে, মন্থর বোলিং করছে৷ ওর বোলিংয়ে সেই অর্থে গতিও চোখে পড়ছে না আজকাল৷"
কাইফ এই বিষয়ে আরও বলেন, "বুমরা একজন বুদ্ধিমান ক্রিকেটার৷ ওর যদি মনে হয় যে দেশের জন্য আমি ১০০ শতাংশ দিতে পারছি না, দলকে জেতাতে পারছি না; তাহলে অবসর নিয়ে নেবে বলে আমার মনে হয়৷ উইকেট পরের কথা, কিন্তু যে গতিতে ও সাধারণত বল করে সেটা চোখে পড়ছে না৷ ১২৫-১৩০ কিমির মধ্যে ঘোরাফেরা করছে৷" কাইফ বলছেন, "বুমরার মধ্যে প্যাশন তো আগের মতই রয়েছে, কিন্তু শরীরের কাছে ও হেরে যাচ্ছে ৷"
এরইমধ্যে সিঁড়ি দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বুমরার ড্রেসিংরুমে পৌঁছনোর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে বুমরা আবারও চোটের কবলে? বোলিং কোচ মর্নে মর্কেল অবশ্য জানিয়েছেন, না তেমন কোনও বিষয় নয়৷ কিন্তু তারপরেও বুমরার টেস্ট কেরিয়ার নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন