সমকালীন প্রতিবেদন : দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই এলাকায়। ফলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে শুক্র ও শনিবার আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই চব্বিশ পরগনায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে বাসিন্দাদের ও কৃষকদের আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সমস্ত জেলাতেই দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। বর্তমানে একটি নিম্নচাপ উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে, যা ধীরে ধীরে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে এগোবে। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ওড়িশা ও বাংলা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই উপকূল অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
এ বছর বর্ষা নির্ধারিত সময়ের আগেই ভারতের সর্বত্র বিস্তৃত হয়েছে। রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার জেরে পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 'বর্ষা তার স্বাভাবিক গতি ও শক্তি নিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। আগামী এক সপ্তাহ এই বৃষ্টির ধারা চলবে বলেই আশঙ্কা।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন