সমকালীন প্রতিবেদন : লর্ডস মানেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আবেগে ভরা এক অধ্যায়। আর সেই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে যদি নাম জড়িয়ে যায় মহম্মদ সিরাজের মতো স্পিডস্টারের, তাহলে প্রত্যাশাও স্বাভাবিকভাবেই চরমে ওঠে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই ৩১ বছর বয়সি পেসার।
চার বছর আগে, ২০২১ সালে ঠিক এই লর্ডসেই ইতিহাস গড়েছিলেন মহম্মদ সিরাজ। ম্যাচে দুই ইনিংসে চারটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে পরাস্ত করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ভারত সেই ম্যাচ জিতেছিল ১৫১ রানের বিশাল ব্যবধানে। সিরাজের সেদিনের পারফরম্যান্স ছিল নিখুঁত পরিকল্পনার মূর্তরূপ। দ্বিতীয় ইনিংসে ১০.৫ ওভার বল করে মাত্র ৩.১৩ ইকোনমিতে তুলে নিয়েছিলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট।
সেই স্মৃতি আবার ফিরে এসেছে চলতি সিরিজে, যখন ভারত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায়। এজবাস্টনে জসপ্রীত বুমরা না থাকলেও, ভারতীয় বোলিং আক্রমণ যে বিন্দুমাত্র ছন্দ হারায়নি, তার অন্যতম প্রধান কারণ মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের 'বাজবলের' মেরুদণ্ড ভেঙে দিয়ে তুলে নেন ছয়টি উইকেট।
সিরাজ এর মধ্যেই চলতি সিরিজে হয়ে উঠেছেন ভারতের বোলিং আক্রমণের মূল ভরসা। এখন পর্যন্ত তাঁর শিকার ৯টি উইকেট, যা তাঁকে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আসনে বসিয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জশ টং। তাঁর সংগ্রহে ১১টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন আকাশ দীপ। তিনি নিয়েছেন ১০টি উইকেট। আকাশ দীপ প্রথম টেস্টে না খেলেও দুর্দান্ত কামব্যাক করেছেন দ্বিতীয় টেস্টে।
মজার বিষয় হল, সিরাজ এর আগে টেস্ট ক্রিকেটে মোট চারবার এক ইনিংসে পাঁচ উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু এজবাস্টনের ছয় উইকেট শিকার ছিল জুলাই ২০২৪-এর পর তাঁর প্রথম ‘ফাইভ-ফর’। সেই পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁকে তৃতীয় টেস্টে বাড়তি আত্মবিশ্বাস দেবে। লর্ডসের পিচ আবার পেসারদের কিছুটা সাহায্য করলেও, বোলিংয়ের ক্ষেত্রে ধৈর্য ও কৌশল বড় হাতিয়ার হতে চলেছে।
আর সেই জায়গায় সিরাজ যে পরীক্ষিত সেনানী, তা আগেও প্রমাণ করেছেন। ভারত যদি এই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায়, তাহলে সিরাজের বোলিং হতে পারে ম্যাচ নির্ধারক ফ্যাক্টর। ক্রিকেটবিশ্বের চোখ এখন লর্ডসের ২২ গজে, আর সেখানে সিরাজ কি আবারও ফিরে আসবেন ‘লর্ড অফ লর্ডস’ হয়ে—সেটাই এখন দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন