সমকালীন প্রতিবেদন : গাইঘাটা থানার শ্রীপুর গ্রামে এক নাবালিকাকে জোর করে টেনে নিয়ে যাওয়া ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানায় পকসো আইনের অধীনে মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বাসুদেব সরকার (৪৫)। সে শ্রীপুর গ্রামের বাসিন্দা। অভিযোগকারীর দাবি অনুযায়ী, ৩০ জুন, সকাল ৯টা নাগাদ অভিযুক্ত ব্যক্তি তাঁর ১৫ বছর বয়সী নাবালিকা ভাগ্নিকে অসৎ উদ্দেশ্যে রাস্তা থেকে জোর করে টেনে রাস্তার ধারের একটি টিনের ঘরের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নাবালিকা চিৎকার শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযোগকারী পুলিশকে আরও জানান, অভিযুক্ত বাসুদেব সরকার এর আগেও একাধিকবার ওই নাবালিকাকে কুপ্রস্তাব দিয়েছে। অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানায় পকসো আইনের ৮/১০/১২ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। শিশু ও নারী সুরক্ষা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকেই। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন