সমকালীন প্রতিবেদন : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কে সত্যি করে বৃহস্পতিবার ভোর রাত থেকেই আকাশের মুখ ভার। শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। ফলে এক ধাক্কায় গরমের দাপট অনেকটাই কমে গেছে। নতুন করে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দফতরের মতে, মৌসুমি বায়ু বর্তমানে সক্রিয় রয়েছে ফিরোজপুর, কর্ণাল, মীরাট, বারাণসী, জামশেদপুর ও দিঘা পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে। ফলে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত বাড়বে বলে পূর্বাভাস।
আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার কিছু এলাকাতেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি।
শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলায়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া চলবে এই দিনগুলোতেও।
আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট, রবিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের তীব্রতা। দক্ষিণবঙ্গের আকাশ মুখভার থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। ফলে সপ্তাহের শেষদিন থেকে ধীরে ধীরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন