সমকালীন প্রতিবেদন : মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে সব থেকে বেশি ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই সুপার কিংসের জন্য চলতি আইপিএল কোনও দুঃস্বপ্নের থেকে কম নয়। তারা প্রথম দল হিসেবে এই মরশুমে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে যান।
এর পর নেতৃত্ব চলে যায় মহেন্দ্র সিং ধোনির হাতে। তবে ক্যাপ্টেন ধোনির জাদুও দলের অবস্থার বদল আনতে পারেনি। বুধবার পঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়ার পরে সিএসকের সিইও কাসি বিশ্বনাথনকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলতে দেখা যায়।
তার পর থেকেই থালার আইপিএল কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় একটাই প্রশ্ন সকলের মনে- শীঘ্রই কি 'মাহি যুগে'র অবসান হতে চলেছে? এবার কি তবে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? বুধবার, পঞ্জাব কিংস ম্যাচে টসের সময় তেমন জল্পনারই ইঙ্গিত পাওয়া গেল। আর সেই জল্পনা উসকে দিলেন মাহি নিজেই।
বুধবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হেরেছে চেন্নাই। ঘরের মাঠে তাদের আর একটি খেলা বাকি। ১২ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে তারা। পঞ্জাবের কাছে হারের পর মাঠে দাঁড়িয়েই দলের মালিক ও অন্য কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গিয়েছে ধোনিকে।
তিনি দেখা করেছেন এমএ চিদম্বরম স্টেডিয়ামের আধিকারিক এবং মাঠকর্মীদের সঙ্গেও। এই ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে ধোনির অবসরের জল্পনা। তবে কি তিনি এবার মনস্থির করে নিয়েছেন? সেই কারণেই শেষবেলায় সকলের সঙ্গে দেখা করছেন?
যদিও চেন্নাই সমর্থকদের একটা অংশের মতে, প্রতিবারই ঘরের মাঠে শেষ খেলার পর মাঠকর্মী ও চেন্নাইয়ের দর্শকদের ধন্যবাদ জানান ধোনিরা। এবারও হয়তো তেমনই কিছু হবে। সেই বিষয়েই হয়তো কথা বলছিলেন ধোনি। দলের পারফরম্যান্স কীভাবে শেষ চারটি ম্যাচে ভাল করা যায়, সেই বিষয়েও মালিকের সঙ্গে আলোচনা হতে পারে তাঁর।
যদিও এই প্রথম নয়, ধোনির অবসরের জল্পনা গত দু’বছর ধরে চলছে। ২০২৩ সালে চেন্নাই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছিলেন, সমর্থকদের জন্য আরও একটা মরসুম খেলবেন তিনি। গতবারের ব্যর্থতার পরেও সমর্থকদের কথা ভেবে এই মরসুমে খেলছেন তিনি।
তবে স্পষ্ট বোঝা যাচ্ছে, ধোনির খেলতে কষ্ট হচ্ছে। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার পরে উইকেটের মাঝে দৌড়ে রান নিতে গিয়ে পায়ে যন্ত্রণা হচ্ছে তাঁর। অনেক সময় খুঁড়িয়ে হাঁটছেন। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, ধোনিকে যত কম সম্ভব ব্যাট করানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। এই ভাবে তিনি কত দিন খেলবেন, সেটাই এখন প্রশ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন