Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৬ মে, ২০২৫

সমর্থকদের নিরাশ করার নিরিখে এগিয়ে কেকেআর

 

Knights-bid-farewell

সমকালীন প্রতিবেদন : ‌এর থেকে লজ্জার সিজন হয়তো আগে কখনও আসেনি কলকাতা নাইট রাইডার্সের কাছে। গত সিজনে দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন হলেও এই সিজনে ল্যাজেগোবরে অবস্থায় বিদায় নিল নাইটরা। গোটা সিজন জুড়ে ছন্দহীনতায় ভুগলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। 

না রাসেল, না নারিন, না ২৩ কোটির ভেঙ্কটেশ- কেকেআরের কোনও প্লেয়ারই এবার সেভাবে জ্বলে উঠতে পারলেন না। যার ফলস্বরূপ প্লে-অফ তো দূর, সম্মানের সঙ্গে সিজনও শেষ করতে পারল না রাহানের নেতৃত্বাধীন দল। লাইন দিয়ে নিরাশ করলেন দলের তরুণ তুর্কিরা। 

অভিজ্ঞরা কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম করলেও সেই ছন্দের অভাবে ডুবতে হল কেকেআরকে। এমন একটা সিজন হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি নাইট সমর্থকরা। তাই শেষ ম্যাচেও রেকর্ড রানে হারতে হল কেকেআরকে। অন্যদিকে, গতবারের ফাইনালের বদলা নিয়ে ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে রানের নিরিখে সবচেয়ে বড় হারের ব্যবধান রয়েছে ১৪৬। এই ব্যবধানে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে সবচেয়ে বড় হারের ব্যবধান ছিল ১০২ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই ব্যবধানে হেরেছিল কেকেআর। 

সেই রেকর্ড ছাপিয়ে গেল সানরাইজার্স। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লিতে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে কেকেআরকে ২৭৯ রানের বিশাল টার্গেট দেয় সানরাইজার্স। ১৬৮ রানেই অলআউট কেকেআর। ১১০ রানের রেকর্ড ব্যবধানে হার।

রবিবারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। মরসুমের শেষ ম্যাচ, দিল্লির ছোট মাঠ, ব্যাটিং পিচ। পুরো ফায়দা তুলল সানরাইজার্স। হেনরিখ ক্লাসেনের সেঞ্চুরি। একেক সময় মনে হয়েছে, এ বার হয়তো ৩০০ হয়ে যেতে পারে। রান তাড়ায় একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স। একেক সময় মনে হয়েছিল সবচেয়ে বড় হারের রেকর্ডও না কলকাতার নামেই হয়ে যায়। 

তবে মণীশ পান্ডের দুর্দান্ত ব্যাটিং এবং হর্ষিত রানার ক্যামিও ইনিংস আরও বড় লজ্জার হার থেকে বাঁচায় কেকেআরকে। এ মরসুমের মতো অভিযান শেষ গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের। হয়তো আগামী সিজনে ভালোভাবে দল তৈরি করে নতুন উদ্যমে খেলে সমর্থকদের খুশি করতে পারবে নাইট ফ্র্যাঞ্চাইজি। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন