Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য

 ‌‌

Bomb-scare-at-Kolkata-airport

সমকালীন প্রতিবেদন : ‌কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ালো। খবর আসা মাত্রই বিমানটিকে আইসোলেশন ওয়েতে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। শুরু হয় তল্লাশি অভিযান। গোটা টার্মিনাল জুড়েও তল্লাশি চালানো হয়। ঘটনার জেরে কলকাতা বিমান বন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। 

বিমান বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কলকাতা বিমান বন্দর থেকে ওড়ার কথা ছিল মুম্বইগামী ইন্ডিগোর 6E5227 বিমানটির। নির্ধারিত সময়ে যাত্রীরা বিমানে উঠে পড়েন। সব মিলিয়ে বিমানে তখন ১৯৪ জন যাত্রী ছিলেন। 

দুপুর ১ টা বেজে ১৫ মিনিটে একটি ফোন আসে। আর সেখানে দাবি করা হয় যে, ওই বিমানে বোমা রয়েছে। স্বাভাবিকভাবেই তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে। ভারত–পাক সংঘর্ষের পরিস্থিতিতে এই ফোনকে হালকাভাবে নেয় নি বিমান বন্দর কর্তৃপক্ষ। 

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের। যে যাত্রীর মাধ্যমে বোমার খবর আসে, সেই যাত্রীকে আটক করা হয়। পাশাপাশি, ফাঁকা করে দেওয়া হয় গোটা বিমান। কলকাতা বিমান বন্দরে ফুল এমার্জেন্সি জারি করে শুরু হয় তল্লাশি। 

তবে দীর্ঘ তল্লাশিতেও বোমার হদিশ পায়নি বোম স্কোয়াড। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি এহেন দাবি করলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। নেপথ্যে বড়সড় কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন