Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৪ মে, ২০২৫

বাস্তুশাস্ত্র ম‌তে বাড়ির কোন দিকে কোন জিনিসের অধিষ্ঠান শুভ ফল দেয়?

 ‌

According-to-ecology

সমকালীন প্রতিবেদন : আপনি কি বাড়ির সদর দরজায় জুতো রাখছেন? নিজের সর্বনাশ ডেকে আনছেন না তো? বাড়ির কোনদিকের দেওয়ালে পারিবারিক ছবি রাখবেন? টয়লেটটাই বা বাড়ির কোনদিকে? না জেনে কাজ করলে ভুগতে হতে পারে গোটা পরিবারকে। ঠাকুরঘরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট! তাই জানা দরকার, ঠাকুরঘর বাস্তু মতে কোন দিকে করলে সংসারে আসে সুখ, শান্তি? কি বলছে বাস্তুশাস্ত্র? বিশদে আলোচনা আজকের এই প্রতিবেদনে।

যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাস রাখেন বাড়ি তৈরীর সময়, তাদের বেশ কিছু দিকে প্রাথমিকভাবে নজর দেওয়া উচিত। 

১) টয়লেট : বাড়ির টয়লেট ‌যেমন ভীষণ গুরুত্বপূর্ণ। তাই টয়লেট তৈরির সময় অবশ্যই বাস্তুশাস্ত্র মানা খুব জরুরী‌। মনে রাখবেন বাস্তুশাস্ত্র মেনে টয়লেট কখনো বাড়ির উত্তর-পূর্ব দিকে বা বাড়ির মাঝখানে করা উচিত নয়। ধন-সম্পদের দেবতা কুবের এবং লক্ষ্মী ওইদিকে অধিষ্ঠান করেন। তাই এই দুটো দিকে টয়লেট থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। আবার বাড়ির বাথরুম কখনো দক্ষিণ-পূর্ব কিম্বা দক্ষিণ-পশ্চিম দিকেও হওয়া উচিত নয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। বরং বাস্তুশাস্ত্র মেনে উত্তর-পশ্চিম বা শুধু দক্ষিণ এবং শুধু পশ্চিম দিকে বাড়ির টয়লেট তৈরি করলে কোনো রকমের সমস্যা হয় না।

২) জুতো : এবার আসা যাক জুতোর পয়েন্টে। অনেকেই বাড়ি কিংবা ফ্ল্যাটের একেবারে সদর দরজার সামনেই জুতোর স্ট্যান্ড রাখেন। যাঁদের বাড়িতে জুতো রাখার স্ট্যান্ড নেই, তাঁরাও বাড়ির সদর দরজার সামনেই জুতো খুলে রাখেন। এই অভ্যাস সাংসারিক সমৃদ্ধির ক্ষেত্রে দারুণ অশুভ বলেই মনে করেন অধিকাংশ বাস্তুবিদ। বাস্তু বিশারদরা মনে করেন, বাড়ির বাইরে জুতো স্ট্যান্ড কিংবা জুতো রাখলে তা গোটা পরিবারের প্রতি নেতিবাচক একটা ভূমিকা নেয়। সেই সংসারের সমৃদ্ধির ক্ষেত্রে এই প্রবণতা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বাস্তু শাস্ত্র মতে বাড়ির মূল দরজা দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। সেখানে বাড়ির প্রধান দরজায় জুতোর স্ট্যান্ড কিংবা জুতো রাখা থাকলে ধন-সম্পদের দেবী রুষ্ট হন। তাই এই প্রবণতা বর্জন করারই পরামর্শ দিয়ে থাকেন বাস্তু বিশারদরা।

৩) ছবি : শুধু এটুকুই নয়, পারিবারিক হাসিখুশি ছবি টাঙানো উচিত বাড়ির দেওয়ালে। বাস্তুশাস্ত্রে এর ইতিবাচক ফলাফলের কথাও উল্লেখ করা হয়েছে। যেমন– 

ক) উত্তর পূর্ব দিকের পূর্ব অংশে ছবি রাখলে বাড়িতে ইতিবাচক ভাইব্রান্ট এনার্জি পাওয়া যায়। সবার মনে আনন্দ থাকে। 

খ) পূর্ব দিকে আপনার কোনো কৃতিত্ব বা সম্মান অর্জনের ছবি রাখলে কাজের পরিধি বা সুযোগ বাড়ে। জীবনে উন্নতি হয়।

গ) বাড়ির উত্তর দিকে পারিবারিক ছবি রাখলে কেরিয়ারে ইতিবাচক উন্নতি হয়। ভালো কাজের সুযোগ আসে।

ঘ) উত্তর পশ্চিম দিকে পারিবারিক ছবি রাখলে প্রত্যেক সদস্যের মধ্যে সহযোগিতার ভাব তৈরি হয়। পারিবারিক বন্ধন দৃঢ় হয়।

ঙ) উত্তর পশ্চিম দিকের উত্তর অংশে দম্পতির ছবি রাখলে নিজেদের মধ্যে মানসিক বন্ধন দৃঢ় হয়।

চ) বাড়ির দক্ষিণ দিকে পারিবারিক ছবি রাখলে সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়ে।

ছ) আবার বাড়ির পূর্ব দিকে পারিবারিক ছবি রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে বাড়িতে। নতুন সূচনা, উন্নতি হয় জীবনে।

৪) ঠাকুরঘর : এছাড়া আরও একটা জিনিসের যথেষ্ট গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রে। ঠাকুরঘর। নতুন বাড়ি বানাচ্ছেন? ফ্ল্যাট কিনেছেন? নতুন করে ভাড়াবাড়িতে উঠেছেন? যেটাই হোক, প্রত্যেক গৃহস্থ বাড়িতে ঠাকুরঘর থাকেই। কিন্তু জানেন কি, বাস্তু মতে ঠাকুর ঘর বাড়ির ঠিক কোন দিকে হওয়া দরকার? যাতে পুজোর প্রভাব সব চেয়ে বেশি ইতিবাচকভাবে সেই সংসারের উপর পড়ে! দেখুন, পুজোর জন্য সঠিক দিক হল, উত্তর-পূর্ব কোণ। পরিভাষায়, ঈশান কোণ। ওই দিককার অধিষ্ঠাত্রী দেবতা বৃহস্পতি। ফলতঃ, পুজোপাঠের জন্য বাড়ির উত্তর-পূর্ব দিকে ঘর বানানো সবচেয়ে সঠিক।

বাস্তুশাস্ত্র না জানা মানুষের অনেকের কাছে এগুলো হয়তো অবৈজ্ঞানিক। কিন্তু বাস্তুর আবার নিজস্ব কিছু যুক্তি আছে, যেগুলো অত্যন্ত জরুরি। যেমন, টয়লেট বা ঠাকুরঘর তৈরির দিক। বাড়িতে গাছগাছালি রাখার জন্য সঠিক ঘর নির্বাচন।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন