Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বৈভবের জন্য সতর্কবাণী শোনালেন শেহওয়াগ

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। আর শুরুতেই সকলকে চমকে দিয়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের ১৪ বছরের এই তরুণ ক্রিকেটার তাঁর আইপিএল-এর ডেবিউ ইনিংসের শুরুটাই করেছেন ছক্কা মেরে। 

আইপিএল মহা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু হঠাৎ পাওয়া সাফল্যে যেন মাথা না ঘুরে যায় আইপিএল-এর প্রতিটি ম্যানেজমেন্টের। কিন্তু এই বিস্ময় তরুণ বৈভবকেই এবার সাবধান করছেন বীরেন্দ্র শেহওয়াগ। 

তাঁর বক্তব্য, এরকম বহু ক্রিকেটার এসেছেন, যাঁরা একটা-দুটো ম্যাচ খেলেই হারিয়ে গিয়েছেন। সেই কারণেই তাঁকে সতর্কবাণী শুনিয়েছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের অভিষেক ম্যাচে লম্বা ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেছিলেন বৈভব। সেই শুরু। 

এরপর ধীরে ধীরে তাঁকে বিস্ময় বালক বলা হচ্ছে। লখনউয়ের বিরুদ্ধে ৩৪ রানের ইনিংস উপহার দেন। এরপর আরসিবির বিরুদ্ধে করেন ১৬ রান। কিন্তু এই আলোচনার জোয়ারে বৈভবকে গা ভাসাতে নিষেধ করছেন বীরেন্দ্র সেওয়াগ। 

ক্রিকবাজে তিনি বলেছেন, 'বৈভবের উদ্দেশ্য হওয়া উচিত যেন ও আগামী ২০ বছর অবধি আইপিএলে খেলে। ওর বিরাট কোহলিকে দেখা উচিত। ১৯ বছর বয়সে কোহলির আইপিএল অভিষেক হয়েছিল। আর আইপিএলের ১৮টা মরসুমেই অংশ নিয়েছে।' 

সেওয়াগ বলেন, '‌যদি ওর এখনই মনে হয় যে এই আইপিএল থেকে খুশি, কম বয়সে কোটিপতিও হয়ে গিয়েছে, কম বয়সে অভিষেক হয়েছে, প্রথম বলেই ছয় মেরেছে, তা হলে এমনটা হতে পারে যে, পরের মরসুমে আর ওকে দেখা যাবে না।'

কিন্তু হঠাৎ বৈভবকে নিয়ে এ কথা কেন বলেছেন বীরু? আসলে বৈভবের মধ্যে বারুদ দেখতে পেয়েছেন বীরু। নিজের মতোই ইনিংসের শুরু থেকে মারকুটে ক্রিকেট খেলতে দেখেছেন কয়েকটি ম্যাচে। 

হার্ড হিটারের ভূমিকায় নিজেকে বারবার প্রমান করেছেন ১৪ বছরের এই তরুণ। কিন্তু নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে যেন ক্রিকেট কেরিয়ারে বৈভবের বড় ক্ষতি না হয়, তাই আগে থেকেই সতর্কবার্তা দিয়েছেন সেওয়াগ। 

তিনি বলেন, ‘আমি এমন অনেক ক্রিকেটার দেখেছি, যারা এক-দুটো ম্যাচে ভালো পারফর্ম করেছে। নজর কাড়ার পর আর কিছু করতে পারেনি।’ কিন্তু বৈভবের ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ কেমন হবে, তা বলবে সময়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন