Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

আইপিএল-এ নতুন ইতিহাস লিখলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী

 

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : উল্টোদিকে ‌তখন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, রশিদ খান, ইশান্ত শর্মা, করিম জানাতের মতো অভিজ্ঞ সব বোলার। তাঁদের হেলায় বাউন্ডারি-ওভার বাউন্ডারি মারছেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী! হাফসেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ১৭ বলে। তাতেই দমেননি। তাঁর সামনে সেঞ্চুরির সুযোগও চলে আসে। এবং সেটা পূরণও করেন। 

মাত্র ৩৫ বলে এক বাচ্চা ছেলের সেঞ্চুরি। রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড় দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন, আর কী চাই! সোমবারের রাতে যাবতীয় রেকর্ড তিনি চুরমার করে দেন। বৈভব এমন ব্যাটিং করলেন, যার সামনে গুজরাটের বোলাররা কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন। 

প্রথমে তিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল টুর্নামেন্টে হাফসেঞ্চুরি করলেন। তারপর শতরান করতেও খুব বেশি সময় নিলেন না তিনি। এমনকী, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএল টুর্নামেন্টে তিনি দ্রুততম শতরানও হাঁকিয়ে ফেললেন। অল্পের জন্য ভাঙতে পারলেন না ক্রিস গেইলের রেকর্ড।

আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে ইউনিভার্স বস ক্রিস গেইলের। তিনি ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের। ছিল এ কারণেই লিখতে হচ্ছে, সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। 

ইউসুফ পাঠান ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভব করলেন মাত্র ৩৫ বলে। যে কারণে আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডেবিউ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন বৈভব সূর্যবংশী। কেরিয়ারের তৃতীয় আইপিএল ম্যাচে তিনি মাত্র ১৭ বলে অর্ধশতরান করেন। এরপর তিনি শতরানও হাঁকিয়েছেন।

শুধুমাত্র আইপিএল টুর্নামেন্টই নয়, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটেও শতরান করার রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। ইতিপূর্বে টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান করার রেকর্ড ছিল বিজয় জোলের নামে। 

তিনি ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ১৮ বছর ১১৮ দিনে শতরান করেছিলেন। কিন্তু, বৈভব সেই রেকর্ডটি ১৪ বছর ৩২ দিনেই ভেঙে দিলেন। এছাড়াও, এবছর বৈভব সূর্যবংশী আইপিএল টুর্নামেন্টে সবথেকে কম বলে প্রথমে হাফসেঞ্চুরি করেন। এরপর শতরানও হাঁকিয়েছেন। 

পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকান তিনি। যদিও হাফসেঞ্চুরির পরিসংখ্যানে দ্বিতীয় স্থান অর্জন করলেন তিনি। এবার আগামী ম্যাচগুলোয় প্রত্যেকের নজর বৈভব সূর্যবংশীর উপরেই থাকবে। সেই প্রত্যাশা তিনি কীভাবে পূরণ করেন, সেটাই দেখার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন