সমকালীন প্রতিবেদন : গাইঘাটা থানা এলাকা থেকে নিখোঁজ হয় এক কিশোরী। অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। আর এই অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, গাইঘাটা থানা এলাকার ঠাকুরনগরের বাসিন্দা অণিমা মন্ডল কয়েক মাস আগে থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর বছর চোদ্দোর নাবালিকা মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এরপর পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাঁর সন্ধান মেলেনি।
গোটা বিষয়টি লিখিত আকারে জানানো হয় গাইঘাটা থানায়। পরে নাবালিকার পরিবার জানতে পারে যে, মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মেয়ের সঙ্গে পরিচয় হওয়া মুর্শিদাবাদ জেলার বরণচা এলাকার বাসিন্দা ভ্রমর দাস এর। তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বলেও অনুমান।
আর সেই সম্পর্কের কথা বলেই তাকে অপহরণ করা হয়েছে বলে পুলিশে অভিযোগ জানানো হয় পরিবারের তরফে। গোটা বিষয়টি জানার পরেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই ওই নাবালিকাকে উদ্ধার করে যুবককে গ্রেফতার করে নিয়ে এসেছে পুলিশ। কেন ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হল, তার সন্ধান চালানো হচ্ছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে সোমবার সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন