Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

টি-২০ দলে ফের ফিরতে পারেন যশস্বী, শুভমানরা

 

Strong-Indian-team

সমকালীন প্রতিবেদন : ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি ফরম্যাটেই আয়োজিত হওয়ার কথা এবারের এশিয়া কাপের। যা শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বরে। রোহিত-বিরাট পরবর্তী যুগে সূর্যকুমার যাদব-হার্দিক পাণ্ডিয়াদের হাতেই ভারতীয় দলের সাফল্যের চাবিকাঠি। আর এই টুর্নামেন্টে ফের একবার টি-টোয়েন্টি দলে ফিরতে চলেছেন জশপ্রীত বুমরাহ। এমনকী টুর্নামেন্টের গুরুত্বের কথা মাথায় রেখে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে আসতে পারেন শুভমান গিল, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আট দলের টুর্নামেন্টে গিল, রাহুল এবং জয়সওয়ালকে জাতীয় দলে ফেরাতে পারে অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এছাড়া অভিষেক শর্মা, তিলক বর্মা এবং রিঙ্কু সিং থাকতে পারেন টিমে। তবে সেক্ষেত্রে ফের কোপ পড়তে পারে সঞ্জু স্যামসনের উপর। 

গত ইংল্যান্ড সিরিজে আশানুরূপ পারফরম্যান্স না করতে পারার জন্যই শুভমানদের জন্য জায়গা ছাড়তে হতে পারে তাঁকে। তবে আইপিএলে নির্বাচকদের নজর অবশ্যই থাকবে তাঁর দিকে। এছাড়া, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে থাকা ধ্রুব জুড়েল এবং নীতীশ কুমার রেড্ডিও বাদ যেতে পারেন। তবে দলে আপাতত হার্দিক পাণ্ডিয়ার জায়গা পাকা। তবে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর। 

পিঠের চোট সারিয়ে বিশ্বের এক নম্বর পেসার বুমরাহ ভারতীয় দলে কামব্যাক করার কথা। সেক্ষেত্রে বিপক্ষের চিন্তা যে বাড়বে তা বলাই বাহুল্য। এছাড়া বাকি পেসাররা হতে পারেন অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মহম্মদ শামি। এদিকে, দলে থাকতে পারেন চার স্পিনার। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর।

তবে এখনও অবশ্য জানা যায়নি কোথায় হবে এবারের এশিয়া কাপ? দুটি দেশের নাম রয়েছে সম্ভাব্য ভেন্যু হিসেবে। শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে গোটা টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে এসিসি। কিন্তু সেপ্টেম্বরে দুবাইয়ে প্রচণ্ড গরম। তাই শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে এশিয়া কাপ। তবে আয়োজনের যাবতীয় দায়িত্ব থাকবে ভারতের হাতেই। 

একনজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতীয় দল। সূর্যকুমার যাদব, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন