সমকালীন প্রতিবেদন : হলুদ ট্যাক্সির মেয়াদ শেষ। প্রথমে ট্রাম, আর এবার টার্গেটে আরেক "নস্টালজিয়া"। সমস্যার সুরাহা কোথায়? আদৌ কি বাঁচানো যাবে কলকাতার ঐতিহ্যকে? অন্য গাড়িকে হলুদ ট্যাক্সি করে চালানো হবে? চারিদিকে অনেক কথা ঘুরছে। আসল ফ্যাক্টটা জানেন?
প্রথম প্রশ্নটাই হচ্ছে হলুদ ট্যাক্সি বাঁচাতে রাজ্য সরকার কি পদক্ষেপ করছে? কারণ, পনেরো বছর বয়সের গেরোয় শহর থেকে উঠে যেতে বসেছে হলুদ ট্যাক্সি। কোন হলুদ ট্যাক্সি? কলকাতার 'পরিচিতির' সঙ্গে যে হলুদ ট্যাক্সি মিশে আছে। বিগত কয়েক দশকে তিলোত্তমার অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল যে ট্যাক্সি।
আসলে, গতবছরই অধিকাংশ হলুদ ট্যাক্সির ছুটে চলার মেয়াদ শেষ হয়ে যায়। যে ক'টা হলুদ ট্যাক্সি এখন রাস্তায় আছে, সেগুলোরও মেয়াদ খুব বেশি দিন আর নেই। তাহলে? কি করণীয়? অলরেডি আগেই এই সংক্রান্ত সমস্যার সমাধানসূত্র বের করার আর্জি জানিয়ে পরিবহণমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে, হলুদ ট্যাক্সি বাঁচাতে সংগঠনের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখান থেকে কোন সমাধান সূত্র বেরিয়ে এসেছে?
রিপোর্ট অনুযায়ী, অন্যান্য গাড়িকে কীভাবে হলুদ ট্যাক্সি হিসাবে চলতে দেওয়ার অনুমতি দেওয়া যায়, তা খতিয়ে দেখার আর্জি জানানো হয় এই বৈঠকে। এদিকে যাত্রী সাথী অ্যাপে যে ভাড়ার হার চালু রয়েছে, তা হলুদ ট্যাক্সির মিটারে চালু করার কথা বলেছেন ট্যাক্সি সংগঠনের প্রতিনিধিরা।
পাশাপাশি, যাত্রী সাথী অ্যাপে ভাড়ার হার সংস্কার করার কথাও বলা হয়। এদিকে, মেয়াদ উত্তীর্ণ ট্যাক্সির চালকদের নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সরকার যাতে বিশেষ সহায়ক পলিসি নেয়, সেই আবেদনও জানানো হয়েছে মন্ত্রীকে। এমনকি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেওয়া হয়েছে।
কিন্তু, কলকাতা শহরের বুকে ট্রাম নিয়ে যা ঘটছে, তারপর হলুদ ট্যাক্সি নিয়ে আসা বাঁধতেই ভয় পাচ্ছে তিলোত্তমা। ট্রামলাইনে পিচ ঢেলে মহানগরীকে কম বড় ধাক্কা দেয়নি রাজ্য সরকার। হলুদ ট্যাক্সির ক্ষেত্রেও তেমন কিছু হবে না তো? ট্রাম থেকে শুরু করে হলুদ ট্যাক্সি, এই সবকিছুই কলকাতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে।
কলকাতার ইমোশন, কলকাতার ঐতিহ্য, কলকাতা কে ভালবাসার সাথে এগুলোর সম্পর্ক ছিন্ন হতে পারে, এই ভাবনা দুঃস্বপ্নেও কারো মনে আসে না। সেই ট্রাম যখন সরতে বসেছে, তখন এই আবহে শহর থেকে 'বিলুপ্ত' হয়ে যাবে না তো আরেক 'আবেগ'? এই প্রশ্নই অনেকের মনে উঁকি দিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন