সমকালীন প্রতিবেদন : নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অন্যতম সফল প্লেয়ার হলেন আন্দ্রে রাসেল। একাধিক দেশের দলের হয়ে খেলেন তিনি। আর এবার এই নাইট তারকা গড়লেন নতুন নজির। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার ২৪ ঘণ্টার মধ্যে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমে পড়লেন আন্দ্রে রাসেল।
কয়েক ঘণ্টার ব্যবধানে দু’দেশের দু’টি টি-টোয়েন্টি লিগের ম্যাচ খেললেও সাফল্য পেলেন না কেকেআরের অভিজ্ঞ অলরাউন্ডার। তাহলে কেমন খেললেন আন্দ্রে রাসেল? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। গত ২ ফেব্রুয়ারি, রবিবার রাতে আবু ধাবির আইএলটি২০-তে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেন রাসেল।
৩ ফেব্রুয়ারি, সোমবার সকালের বিমানে বাংলাদেশে চলে আসেন। দুপুরেই মিরপুরের মাঠে নেমে পড়েন রংপুর রাইডার্সের জার্সি পরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর পর্বের ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে তিনি করেন ৯ বলে ৪ রান। তাঁর দলের ইনিংসও শেষ হয়ে যায় ১৬.৫ ওভারে ৮৫ রানে।
জবাবে ১০.২ ওভারে ১ উইকেটে ৮৯ রান করে খুলনা। বল হাতেও দলকে ভরসা দিতে পারেননি রাসেল। এক ওভার বল করে দেন ১৪ রান। রবিবার রাতে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধেও রান পাননি রাসেল। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ১ বলে শূন্য রানে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। সেই ম্যাচেও হেরে গিয়েছে তাঁর দল।
কিছুদিন ধরে চেনা ফর্মে নেই রাসেল। আইএলটি২০-তে ১০টি ম্যাচ খেলে করেছেন ১৩০ রান। গড় ১৮.৫৭। স্ট্রাইক রেট ১৫৬.৬২। আগামী আইপিএলেও কেকেআরের অন্যতম ভরসা ৩৬ বছরের অলরাউন্ডার। সম্প্রতি তিনি ২০ ওভারের ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
আর এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন তিনি। অপেক্ষার আর কয়েকমাস। নাইট সমর্থকরা চাইছেন আবার ব্যাট ও বল হাতে জ্বলে উঠুক রাসেল। তাহলে হয়তো ক্যাপ্টেন ও কোচ বদল করে আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে কেকেআর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন