সমকালীন প্রতিবেদন : একের পর এক টেস্ট সিরিজ হেরে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তবে ইডেনের টি-২০ ম্যাচে জয় ফিরে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় দল। একইসঙ্গে এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন ভারতের ক্রিকেটাররা। ইডেনে যুজবেন্দ্র চাহালকে টপকে আর্শদীপ সিংয়ের দুর্দান্ত রেকর্ড গড়ার দিনে অনবদ্য ব্যক্তিগত নজির গড়েন হার্দিক পান্ডিয়াও।
টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার অভিজাত তালিকায় একযোগে জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে টপকে যান। সেই সুবাদে সার্বিক তালিকায় তিন নম্বরে উঠে আসেন হার্দিক পান্ডিয়া। ইডেনে প্রথম স্পেলে রান দিলেও দ্বিতীয় স্পেলে জেকব বেথেল ও জোফ্রা আর্চারকে আউট করেছেন হার্দিক। চার ওভারে ২ উইকেটের বিনিময়ে খরচ করেছেন ৪২ রান।
এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট ছিল হার্দিকের। ইডেনে জোড়া উইকেটের ফলে হার্দিকের উইকেটের সংখ্যা বেড়ে হয়েছে ৯১। ১১০ ম্যাচ খেলে এই কীর্তি করেছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, ইডেনে একজোড়া উইকেট নেওয়ার সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারের তালিকায় তিন নম্বরে উঠে আসেন পান্ডিয়া।
হার্দিক ১১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৯৮টি ইনিংসে বল করে সাকুল্যে ৯১টি উইকেট দখল করেন। ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি পিছনে ফেলে দেন জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বরকে। বুমরাহ ৭০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৬৯টি ইনিংসে বল করে সাকুল্যে ৮৯টি উইকেট নিয়েছেন।
ভুবনেশ্বর কুমার ৮৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৮৬টি ইনিংসে বল করে ৯০টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে আর্শদীপ সিংয়ের নামে। তিনি এই ম্যাচেই যুজবেন্দ্র চাহালের থেকে সর্বকালীন রেকর্ড ছিনিয়ে নেন। আপাতত ৬১টি ম্যাচের ৬১টি ইনিংসে বল করে আর্শদীপ সংগ্রহ করেছেন ৯৭টি উইকেট।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চাহাল। তিনি ৮০টি ম্যাচের ৭৯টি ইনিংসে বল করে সাকুল্যে ৯৬টি উইকেট সংগ্রহ করেছেন। সুতরাং, অভিজাত এই তালিকায় চাহালকে টপকাতে হার্দিকের প্রয়োজন আর মাত্র ৬টি উইকেট। চলতি সিরিজে ৫টি উইকেট নিলেই যুজিকে ছুঁয়ে ফেলবেন হার্দিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন