Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নজিরের ঝুলি কাঁধে চোখ ভিজিয়ে মাঠ ছাড়লেন রবিচন্দ্রন অশ্বিন

 

Ravichandran-Ashwin

সমকালীন প্রতিবেদন : টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার অবসর ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার শেষে আবেগঘন স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন। তাঁর বিদায়ের সঙ্গে নিঃসন্দেহে আধুনিক ভারতীয় স্পিনের বর্ণোজ্জ্বল এক অধ্যায়ের অবসান ঘটল। 

দেশের জার্সিতে ১০৬টি টেস্ট ম্যাচ খেলা রবিচন্দ্রন অশ্বিন দীর্ঘ প্রায় দেড় দশকের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন। গাব্বা টেস্ট শেষ হওয়ার পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে নিজের ক্রিকেট কেরিয়ারে একাধিক আন্তর্জাতিক রেকর্ড করেছেন তিনি। অবসর নেওয়ার দিনেও আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন তিনি। 

এছাড়াও, দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টেস্টে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশিবার সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মোট ১১ বার এই পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রবিচন্দ্রন অশ্বিনের দাপট দেখার মতো। 

টেস্ট বিশ্বকাপে ১০০টি উইকেটের মালিক হওয়া প্রথম বোলার অশ্বিন। তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবসর নেওয়া অবধি ৪১টি ম্যাচে ১৯৫টি উইকেট নিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারী তিনি। তবে শুধু টেস্টের আঙিনাতেই অশ্বিন নজর কেড়েছেন, তাও কিন্তু নয়। 

তিনি ভারতের হয়ে ১১৬টি ওডিআই ম্যাচেও খেলেছেন। নিয়েছেন ১৫৬টি উইকেট। ভারতের হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে প্রাপ্তি ৭২টি উইকেট। ১৪ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টেস্টে ৩৭ বার ফাইফার নিয়েছেন অশ্বিন। ৮ বার নিয়েছেন ১০ উইকেট। 

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক হওয়ার তালিকায় শীর্ষে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই কীর্তি স্পর্শ করতে তাঁর ৬৬টি ম্যাচ লেগেছিল। রবিচন্দ্রন অশ্বিনের নামে এক বিরল রেকর্ডও রয়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে এ বছরের সেপ্টেম্বরে শতরানের পাশাপাশি ফাইফার নেওয়ার নজিরও গড়েছিলেন। 

টেস্ট ক্রিকেটে অশ্বিন বোল্ড আউট করার তালিকায় চারে রয়েছেন। ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে টেস্টে তিনি ১০৯টি উইকেট নিয়েছেন বোল্ড করে। এইসব কারণে ভারতের সর্বকালের সেরা কিংবদন্তিদের তালিকায় অশ্বিনের নাম লেখা থাকবে উজ্জ্বল হরফে। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন