Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেলেন কেকেআর তারকা, বাদ মহম্মদ শামি

 

Mohammed-Shami

সমকালীন প্রতিবেদন : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন এই সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত এই স্কোয়াডে নানা চমক রেখেছে বিসিসিআই। 

যদিও ক্যাপ্টেন্সিতে নেই কোনো চমক। কারণ, আসন্ন সিরিজেও রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষিত হয়েছে জসপ্রীত বুমরাহর নাম। যদিও বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য প্রথমবার টেস্টে ডাক পেয়েছেন কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা। 

এর আগে টি-টোয়েন্টি ও ওয়ান ডে স্কোয়াডে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। পাশাপাশি, বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডেও জায়গা পেলেন বাংলার তরুণ ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন। যদিও চোটের জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে না কুলদীপ যাদবকে। 

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম কিংবা দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না ক্যাপ্টেন রোহিত শর্মাকে। ব্যাক আপ হিসেবে রাখা হয়েছে ওপেনার অভিমন্যু ঈশ্বরণকে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে নীতীশ কুমার রেড্ডিকে। 

একশো শতাংশ ফিট না হওয়ায় মহম্মদ শামিকে স্কোয়াডে রাখা হয়নি। সিরিজের মাঝপথে তাঁকে পাওয়া যাবে কিনা, এই বিষয়ে নিশ্চয়তা নেই। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২২ নভেম্বর। পার্থে প্রথম টেস্ট। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। 

এরপর ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেন টেস্ট। বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে মেলবোর্নে। সিরিজের শেষ টেস্ট অর্থাৎ নিউ ইয়ার টেস্ট ৩ জানুয়ারি থেকে সিডনিতে।

একনজরে দেখুন ভারতীয় দল : রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। রিজার্ভ প্লেয়ার-মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন