সমকালীন প্রতিবেদন : আর জি কর হাসপাতালে তরুনী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার তদন্তে নেমে এই হাসপাতালের পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতির তদন্তে ম্যারাথন অভিযান চালাচ্ছে সিবিআই। আর এই তদন্তের স্বার্থে রবিবার কলকাতা এবং হাওড়া মিলিয়ে ১৫ টি জায়গায় তল্লাশি চালালেন সিবিআই এর আধিকারিকরা।
এই তদন্তে স্বার্থে আর জি কর হাসপাতালে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব ঘোষের হাওড়ার বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান সিবিআই অফিসারেরা। এই মেডিকেল সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে কোন কাটমানির বিষয় ঘটত কিনা, সে ব্যাপারে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা। আর সেই কারণে তাঁরা দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বিপ্লব ঘোষকে।
রবিবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার অভিযোগ করেন যে, রাজ্যের গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে একটি দুষ্ট চক্র চলছে। এক্ষেত্রে স্বাস্থ্য সচিব ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ফোনকেও স্ক্যানারের আন্ডারে আনা হোক। তাঁদের পাশাপাশি এই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত রাজ্যের পদস্থ আধিকারিকদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হোক।
আর জি কর কান্ডে সিবিআই গত ন'দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করছে এই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদিন সাতসকালে তাঁর বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি, আর জি কর হাসপাতালের একাধিক প্রাক্তন এবং বর্তমান পদাধিকারীদের বাড়িতেও তল্লাশি চালানো হয়।
এর পাশাপাশি, এদিন তিনটি দলে ভাগ হয়ে আর জি কর মেডিকেল কলেজে তদন্তে যান সিবিআই আধিকারিকরা। মূলত এই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার হাসপাতালের ব্যবহৃত সামগ্রী সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির যে অভিযোগ তুলেছেন, সে ব্যাপারে তদন্তের যান সিবিআই আধিকারিকরা।
এদিকে, এদিনই পলিগ্রাফ টেস্ট করা হলো আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। এদিন সিবিআই এর একটি প্রতিনিধি দল সকাল সাড়ে ১১টা নাগাদ প্রেসিডেন্সি জেলে যান। সেখানে গিয়ে ৪ ঘন্টা ধরে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করান। উল্লেখ্য, আদালতের নির্দেশে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ সহ মোট সাতজনের টেলিগ্রাম টেস্টের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন