Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসি চেয়ে ফের সরব রাজ্যের মুখ্যমন্ত্রী

 ‌

CM-Mamata-Banerjee

সমকালীন প্রতিবেদন : '‌প্রতিশোধ নয়, অন্তত চক্রান্তকারীদের বিরুদ্ধে ফোঁস করুন। ফোঁস করাতে কোন বাধা নিষেধ নেই। একথা রামকৃষ্ণদেবই বলে গেছেন।' বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ছাত্র, যুব ও দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য তথা দেশ জুড়ে আন্দোলন চলছে। আর এতে অন্যতম ভূমিকা পালন করছে দেশের চিকিৎসক মহল। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফলে সেখানে চিকিৎসা পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। 

এদিন মে‌য়ো রোডের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, 'সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্য সরকারের ওপর দায়িত্ব দিয়েছে জুনিয়র চিকিৎসকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে। আমি এখনো আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করিনি। আগামীদিনেও করার ইচ্ছা নেই। কিন্তু তাঁদেরকে অনুরোধ করছি, তাঁরা যেন অবিলম্বে কাজে যোগদান করেন। না হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করলে তাঁদের ভবিষ্যতই ক্ষতিগ্রস্ত হবে।'

এ ব্যাপারে আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য, 'সাধারণ রোগীদের যেমন অসুবিধা হচ্ছে, আমাদেরও তেমন অসুবিধা হচ্ছে। আগামীদিনে রাত্রে আরজিকরের মতো এমন ঘটনা ঘটবে না, তার গ্যারান্টি কে দেবে। যতক্ষণ না আরজি কান্ডের সুবিচার হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে।'‌ উল্লেখ্য, এদিন কলকাতায় প্রতিবাদ মিছিল বের করেন জুনিয়র চিকিৎসকেরা। 

ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসি দেওয়ার আইন চালু করার জন্য ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্যে অভিষেক বলেন, 'কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই আইন পাস করতে হবে। না হলে দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করা হবে। প্রয়োজনে একজন সাংসদ হিসেবে আমি নিজে এই বিল আনব।'‌ 

একই বিষয়ে সুর চড়িয়ে মমতা ব্যানার্জি এদিন বলেন, 'ধর্ষকদের ফাঁসি চেয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে বিল পাস করানো হবে। আর তাতে রাজ্যপালকে সই করতে হবে। না করলে মহিলারা রাজভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে বাধ্য হবেন। তিনি শুধু নিয়ম রক্ষার্থে বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায় সারবেন, তা আর হতে দেওয়া হবে না।' 

এদিন আরজিকর কান্ডে দোষীদের ফাঁসির‌ দাবিতে আগামী শনিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত রাজ্যের সমস্ত ব্লকে ছাত্র, যুবক কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা ব্যানার্জি। আর রবিবার একই দাবীতে ব্লকে ব্লকে দলের মহিলা কর্মীদের আন্দোলনে নামার নির্দেশও দিলেন তৃণমূল নেত্রী।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন