সমকালীন প্রতিবেদন : পশ্চিমবঙ্গ থেকে কে কে মন্ত্রী হিসেবে শপথ নেবেন, সেদিকে নজর ছিল বাংলার মানুষের। আভাস পাওয়া যাচ্ছিল যে, এই রাজ্য থেকে বনগাঁ কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর ফের মন্ত্রী হতে চলেছেন। তাঁর সঙ্গে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
অবশেষে সেই আভাসই সত্য হিসেবে প্রমানিত হল। রবিবার রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একঝাঁক পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের সাংসদ তথা রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন