সমকালীন প্রতিবেদন : লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতেই রাজনৈতিক দলগুলি সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তৃণমূল এবং বিজেপি। প্রতিদিনই প্রার্থীদের নিয়ে একাধিক জায়গায় মিছিল, কর্মীসভা জন সংযোগের কাজ চলছে।
শুক্রবার সেভাবেই বনগাঁ শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন পুরপ্রধান গোপাল শেঠের নেতৃত্বে শহরের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে শ্রমিক নেতা, কর্মীরা এই মিছিলে পা মেলান। ছিলেন দলের সাধারণ স্তরের নেতা, কর্মীরাও।
এদিন বিকেলে প্রথমে বনগাঁর ১ নম্বর রেলগেট এলাকায় দলের নেতা, কর্মীরা একত্রিত হন। সেখান থেকে কয়েক হাজার কর্মী, সমর্থক পায়ে হেঁটে বনগাঁ শহর পরিক্রমা করেন। মিছিল মতিগঞ্জ ঘড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি পথসভা করা হয়।
এদিন মিছিলে ডঙ্কা, কাসর, নিশান হাতে সামিল হন মতুয়া ভক্তরাও। প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, 'আজ বনগাঁ পুরসভার মাত্র কয়েকটি ওয়ার্ডের মানুষ মিছিলে এসেছেন। আগামী দিনে পুরসভার সব ওয়ার্ডের মানুষ আসলে রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে।'
তিনি দাবি করেন, 'বনগাঁর মানুষ বরাবরই মমতা ব্যানার্জিকে সমর্থন করেন।এবার এ রাজ্যে ৪২ টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবেন।'
বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ ছড়া কেটে বলেন, 'দিদি আসবেন বারবার, মোদী হবেন ছারখার। বনগাঁর অর্ধেক মানুষ পূর্ব বাংলার মানুষ। তাই এবার ভোট হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন