Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৪ মার্চ, ২০২৪

সিরিজ হেরেও বিরাটকে ওপেন চ্যালেঞ্জ ইংরেজ বোলারের

  

Challenge-to-Virat

সমকালীন প্রতিবেদন : একদিনের ক্রিকেট বিশ্বকাপের ব্যর্থতা ভুলে টিম ইন্ডিয়া এখন ঘুরে দাঁড়িয়েছে। টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি– এই সব ফরম্যাটেই এখন অপ্রতিরোধ্য ভারত। একের পর এক সিরিজ দাপটের সঙ্গে জিতে চলেছে ইন্ডিয়া। 

সম্প্রতি, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট জিতে ইতিমধ্যে সিরিজ পকেটে ভরেছে রোহিতের দল। কিন্তু এই দলে নেই দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। ব্যক্তিগত কারণেই তিনি গত সিরিজে বাইরে। যদিও কোহলির অনুপস্থিতি সেভাবে টের পায়নি দল। 

তবে শেষ টেস্টের আগে কোহলিকে নিয়ে মন্তব্য করলেন অভিজ্ঞ ইংরেজ বোলার জেমস অ্যান্ডারসন। ঠিক কি বলেছেন তিনি? দেখুন। পাঁচ টেস্টের সিরিজে কোহলির সঙ্গে ২২ গজে লড়ার সুযোগ পাচ্ছেন না অ্যান্ডারসন। তা নিয়ে কিছুটা হতাশ ইংরেজ বোলার। 

সেই কারণেই এই সিরিজে কোহলির না থাকার বিষয়টি মানতে পারছেন না এই অভিজ্ঞ ইংরেজ বোলার। তাই সম্প্রতি তিনি বলেন, 'সবাই সব সময় চাইবে সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে। কোহলির এই সিরিজে না খেলাটা লজ্জাজনক।' 

তিনি আরও বলেন, '‌বেশ কয়েক বছর ধরে আমাদের মধ্যে একটা দারুণ লড়াই রয়েছে। যেটা আমরা উপভোগ করি। শুধু আমি নই, দল হিসাবেও আমরা বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করি। সেই সুযোগ এ বার পেলাম না।'‌ 

এছাড়াও এই বোলারের যে মন্তব্য সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে, তা হল কোহলির না খেলাকে লজ্জাজনক বলা। জেমস অ্যান্ডারসন বলেছেন, 'কোহলি অত্যন্ত বড় মাপের খেলোয়াড়। ও না থাকায় আমাদের সমর্থকেরা খুশি হতে পারেন।' 

অ্যান্ডারসনের কথায়, '‌তবে আমার দৃষ্টিভঙ্গি অন্য রকম। নিজেকে পরীক্ষা করতে হলে সেরাদের বিরুদ্ধে খেলতে হবে। কোহলি এমন একজন, যাকে বল করা বছরের পর বছর ধরে আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে। এই সিরিজ়ে ওর না খেলাটা তাই সত্যিই লজ্জাজনক।'‌ 

উল্লেখ্য, আগামী ৭ মার্চ থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। যদিও ইতিমধ্যে এই সিরিজে ৩-১ এর অজেয় ব্যবধান তৈরি করে ফেলেছে ভারত। 

কারণ, প্রথম টেস্ট জিতেও শেষ তিন টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে ইংরেজ দল। তাই পঞ্চম টেস্টেও ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না করে দিতে মরিয়া টিম ইন্ডিয়া। 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন